ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মেহজাবীনের জন্মদিন আজ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:০৭, ১৮ এপ্রিল ২০২৫

মেহজাবীনের জন্মদিন আজ

মেহজাবীন চৌধুরী

বাংলাদেশের নন্দিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরবর্তী প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে গেলো বছরের শেষ প্রান্তে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। তার ওপরই ভর করে ভালো ভালো বিজ্ঞাপন যেমন নির্মাণ হয়েছে, ঠিক তেমনি ভালো ভালো গল্পের নাটকও নির্মাণ হয়েছে। এদিকে গেল ঈদে ইউটিউবে প্রকাশ পেয়েছে প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন-জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটক। এরই মধ্যে নাটকটি ১৫দিনে ৪৪ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছে।
এদিকে আজ শনিবার মেহজাবীনের জন্মদিন। আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পর প্রথম জন্মদিন। মেহজাবীন চৌধুরী বলেন, বিয়ের পর পরই শ^শুরবাড়িতে উঠেছি। এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে, ঠিক তেমনি আমার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদ্যাপন করব। ইনশা আল্লাহ্! সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ্ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন। আর আগামী এক সপ্তাহের মধ্যে নতুন একটি বড় কাজের ঘোষণা দেব। ইনশা আল্লাহ্! এটি আমার ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত অনেক বড় একটি কাজ এবং আমার জন্য খুব আনন্দের, দায়িত্বশীল একটি কাজ। যেহেতু এখনো চুক্তি হয়নি, তাই আপাতত এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। সময় হলে সবাইকে জানান  দেব।

প্যানেল

×