
ছবি সংগৃহীত
ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী কবরী আজ থেকে চার বছর আগে চিরতরে বিদায় নিয়েছিলেন। ২০২১ সালের ১৭ এপ্রিল, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান এই অসাধারণ শিল্পী।
চট্টগ্রামের বোয়ালখালীর মেয়ে মীনা পাল থেকে কবরী হয়ে ওঠার গল্প একেবারেই সিনেমার মতো। ১৯৫০ সালের ১৯ জুলাই জন্ম নেওয়া এই অভিনেত্রীর ছোটবেলাতেই দেখা যায় শিল্পের প্রতি প্রবল টান। নাচ, গান আর অভিনয়ে দক্ষতা দেখিয়ে কৈশোরেই দর্শকদের মন জয় করেন।
মাত্র ১৩ বছর বয়সে কিংবদন্তি পরিচালক সুভাষ দত্তের হাত ধরে ‘সুতরাং’ (১৯৬৪) সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন কবরী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য নাম।
‘সারেং বউ’, ‘সুজন সখী’, ‘বিনিময়’, ‘দুই জীবন’, ‘দেবদাস’, ‘আমার জন্মভূমি’, ‘সাধারণ মেয়ে’, ‘স্মৃতিটুকু থাক’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে তার অনবদ্য অভিনয় আজও স্মরণ করেন সিনেপ্রেমীরা।
তার হাসিমাখা মুখ, স্বতঃস্ফূর্ত অভিনয় আর অনবদ্য ব্যক্তিত্বের কারণে চলচ্চিত্রের মানুষজন তাকে আদর করে ডাকতেন ‘মিষ্টি মেয়ে’।
কবরীর মৃত্যু আজও বাংলা চলচ্চিত্রে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে রেখেছে। চার বছর পেরিয়ে গেলেও তাঁর অবদান ও স্মৃতি আজও অম্লান। আজকের দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি বাংলা সিনেমার এই অনন্য কিংবদন্তিকে।
এসএফ