ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘সইফের ছেলে’ তকমা নয়, নিজের পরিচিতি গড়তে চান ইব্রাহিম

প্রকাশিত: ০০:৫০, ১৭ এপ্রিল ২০২৫

‘সইফের ছেলে’ তকমা নয়, নিজের পরিচিতি গড়তে চান ইব্রাহিম

বলিউডের নবাগত অভিনেতা ইব্রাহিম আলি খানকে ঘিরে একটি কথা বারবার শোনা যায়—‘একেবারে বাবার মুখ কেটে বসানো।’ শুধু মুখের মিল নয়, তাঁর কাজকর্মও প্রাক্তন অভিনেতা ও বর্তমান প্রযোজক সইফ আলি খানের সঙ্গেই তুলনা করা হয় প্রতিনিয়ত। এ নিয়ে মুখ খুললেন সইফ-পুত্র নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিম বলেন, “আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখি। আমার বাবা একজন সুপুরুষ, এটা নিয়ে গর্ব করি। তবে আমি মনে করি না, সারাজীবন এই তুলনার মধ্যেই থাকব। আমার লক্ষ্য, আগামী ৩০ বছরের মধ্যে নিজের পরিচিতি গড়ে তোলা ও ভালো কিছু কাজ উপহার দেওয়া।”

সম্প্রতি মুক্তি পেয়েছে ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়া’, যেখানে তাঁর অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ সমালোচনা করে বলেন, “এই অভিনয় দেখে সইফও লজ্জা পাবেন।” যদিও এসব মন্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন ইব্রাহিম। তাঁর জবাব, “এই সময়েও আমার একটা নিজস্ব নাম আছে, আমার চেহারা মানুষ চেনে। আমি বাবার মতো দেখতে বলেই কি কাঁদব? না, বরং গর্ব অনুভব করি তাঁর সন্তান হিসেবে। বাবা তাঁর জায়গায় আছেন, আমি আমার। এটুকুই যথেষ্ট।”

‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিমের বিপরীতে ছিলেন খুশি কপূর। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি, তবে ইব্রাহিম ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দেওয়ার আশা রাখছেন। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ‘সরজ়মিন’ নামের একটি নতুন ছবিতে, যেখানে রয়েছেন বলিউড অভিনেত্রী কাজলও।

রাজু

×