ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্যানসারে আক্রান্ত অভিনেতা ইলিয়াস জাভেদ হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২১:০৩, ১৬ এপ্রিল ২০২৫

ক্যানসারে আক্রান্ত অভিনেতা ইলিয়াস জাভেদ হাসপাতালে ভর্তি

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন ৬০ দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ। তবে আজ বুধবার (১৬ এপ্রিল) তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে জানান, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ শরীর খারাপ হওয়ায় দ্রুত তাকে তার বাসার কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চলচ্চিত্রের স্বর্ণযুগের এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী ও ভক্তরা।

 

রাজু

×