ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

লালগালিচায় হাঁটবেন টম ক্রুজ, কান মাতাবে ‘মিশন: ইমপসিবল’

প্রকাশিত: ১৮:৩০, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩১, ১০ এপ্রিল ২০২৫

লালগালিচায় হাঁটবেন টম ক্রুজ, কান মাতাবে ‘মিশন: ইমপসিবল’

ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হচ্ছেন হলিউডের অ্যাকশন হিরো টম ক্রুজ। উৎসবের দ্বিতীয় দিন লালগালিচায় হেঁটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রবেশ করবেন তিনি। সেদিনই প্রদর্শিত হবে তার নতুন সিনেমা ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল স্ক্রিনিং।এক সংবাদ বিজ্ঞপ্তিতে টম ক্রুজের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের প্রথম দিন আজীবন সম্মাননা ও সম্মানসূচক পাম দ’র প্রদান করা হবে মার্কিন কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে।

আগামী ১৩ মে থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বখ্যাত এই চলচ্চিত্র উৎসব, যা চলবে ২৪ মে পর্যন্ত। উৎসবের উদ্বোধন হবে কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। দ্বিতীয় দিনে টম ক্রুজের সঙ্গে থাকবেন তার বহুদিনের সহকর্মী, পরিচালক ও চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবং মিশন: ইমপসিবল টিমের অন্যান্য সদস্যরা।

এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির প্রদর্শনীকে।

রাজু

×