ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মনের আয়নায় ঈদের ছবি

প্রকাশিত: ২১:৩৫, ৯ এপ্রিল ২০২৫

মনের আয়নায় ঈদের ছবি

ঈদ মানেই আনন্দ

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের অন্যতম অনুসঙ্গ কাছের মানুষদের নিয়ে হলে গিয়ে সিনেমা দেখা। ঈদ এলেই নড়েচড়ে বসে হল মালিকসহ সিনেমা সংশ্লিষ্টরা। বছরজুড়ে বন্ধ থাকা হলগুলো রং-চং করে সিনেমা দেখার উপযোগী করে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে হল মালিকরা। এবার ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম হয়নি। ঈদে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। সেগুলো হচ্ছে ‘দাগি’, ‘বরবাদ’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বিন ৩’ ও ‘অন্তরাত্মা’। 
এবার আসা যাক মুক্তিপ্রাপ্ত দুইটি ছবিতে আমরা কি দেখতে পেয়েছি তার কিছু আলোচনায়। ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত দুইটি সিনেমা। এর একটি হচ্ছে ‘বরবাদ’ অন্যটি ‘অন্তরাত্মা’। দর্শক খরায় ‘অন্তরাত্মা’ সিনেমার শো কমিয়ে দিতে বাধ্য হয়েছেন হল কর্তৃপক্ষ। 
‘বরবাদ’ সিনেমা রক্তপাত আর সন্ত্রাসে পরিপূর্ণ এক সিনেমা। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ঈদে মুক্তি পাওয়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘বরবাদ’ হাউসফুল যাচ্ছে। দর্শকের বিচারে শাকিব খানের অতীত রেকর্ড ভঙ্গ করার ছবি এটি। এ ছবিতে ভারতের অভিনেতা যীশু সেনগুপ্তের সঙ্গে প্রথম আর ইধিকা পালের সঙ্গে অভিনয় করা নায়ক শাকিব খানের দ্বিতীয় ছবি। রোমান্টিকতা বিবর্জিত হত্যা ও সন্ত্রাসে পরিপূর্ণ এক ছবি ‘বরবাদ’।
সিনেমায় শাকিব খান পুরোপুরি নেগেটিভ চরিত্রে রূপদান করেছেন। ফর্মুলা রাঙানো সন্ত্রাস নির্ভর এক ছবিও ‘বরবাদ’। কথায় কথায় নায়কের কোকেন সেবন, সিগারেট বা মদ খাওয়া, জবাই করে কিংবা কুড়াল পিস্তল রাইফেল দিয়ে অগণিত মানুষ হত্যা আর ভিলেনের ছোট ভাইয়ের মুখে হিসি করে দেওয়ার দৃশ্যও চোখে পড়ে। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় প্রথম ছবি ‘বরবাদ’। ছবির গল্প আর্তিত আদিব মির্জা আর তার ছেলে আরিয়ান মির্জার কৃতকর্ম এবং অবশেষে এই কৃতকর্মের ফলাফল।

একজন রাজনীতিবিদ হিসেবে আদিব মির্জার আগমন। মূলত তিনি একজন ব্যবসায়ী। অঢেল অর্থ ও সম্পদের মালিক তিনি। এ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। তার ছেলে আরিয়ান মির্জা। যে ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। আরিয়ান মির্জা ক্লাবে যায়, মদ খায়, নাচ-গান করে জীবন কাটায়। যখন যেভাবে খুশি মানুষ মারে।

নাচ গান শেষে নাচনেওয়ালিকে প্রচুর টাকা ছিটানোর পর আরিয়ানের সঙ্গে দেখা হয় নীতু নামের একজনের সঙ্গে। নীতুর চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। নীতু ছোট ছোট ছিন্নমূল শিশুদের জন্য কিছু অনুদান চায় আরিয়ানের কাছে। ব্রিফকেস ভর্তি টাকা দেয় আরিয়ান। নীতু আর আরিয়ানের প্রেম হয়। শুরু হয় আরেক গল্প। জানা যায় আদিব মির্জার পুরনো পাপের কাহিনী। 
‘বরবাদ’ ছবিতে বিরোধী দলীয় নেতা হিসেবে মামুনুর রশীদ, কাজী হায়াত, নীতুর বাবার চরিত্রে ফজলুর রহমান বাবু, আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, আরিয়ান মির্জার প্রতিদ্বন্দ্বী চরিত্রে যীশু সেনগুপ্ত ও তার ভাইয়ের চরিত্রে মানব এবং আরিয়ানের মামার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। ভয়ংকর বা ম্যানিয়াক টাইপ মানুষ হিসেবে নিজেকে মেলে ধরার চেষ্টা যীশুর।

তাকে পুড়িয়ে মারার চরিত্রেও তার কোনো অভিব্যক্তি ছিল না। ইধিকা পাল সারা ছবিতে ভালো করলেও গুলিবিদ্ধ হবার অভিব্যক্তি বা কথা বলার সময়ও তার যন্ত্রণার ছাপ খুঁজে পাওয়া যায়নি। মামুনুর রশীদ, কাজী হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর এবং ইন্তেখাব দিনার বরাবরের মতো ভালো অভিনয় করেছেন। ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান নায়ক শাকিব খানের সঙ্গে একটি আইটেম গানে অংশ নিয়েছেন।
এবার আসি অভিনেতা আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায়। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, আলফা আই ও ওটিটি প্লাটফর্ম চরকির প্রযোজনায় শিহাব শাহীনের পরিচালনায় হলে মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি ‘দাগি’। জেল থেকে চৌদ্দ বছরের সাজা খেটে বের হয়ে আসা এক যুবক নিশান। বাসায় এলে প্রথমেই তার বাবা জানতে চায় আট মাস আগে কেন সে ছাড়া পেল? সে কী পালিয়ে এসেছে?

বোনের বাসায় গেলেও বোনের স্বামী তাকে জেল ফেরত না বলে বিদেশ ফেরত হিসেবে পরিচয় করিয়ে দেয়, বাসায় আর না আসার জন্য বলে। নিশানের জন্য তার বোনের গায়ে হাত তোলে তার স্বামী। নিশান খুন হওয়া সোহাগের মায়ের কাছে যায় ক্ষমা চাওয়ার জন্য। হিতে বিপরীত হয় ঘটনাটা। এলাকার লোকজন ক্ষেপে যায়। এলাকার কমিশনারের আদেশে পাড়া প্রতিবেশীরা বসে নিশানের বাসায়। 
পুলিশ নিশানের বিরুদ্ধে নতুন মামলা নেয় না এক শর্তে এলাকা ছেড়ে চলে যাবে নিশান। বাবা- মার মুখের দিকে চেয়ে সব মেনে নেয় নিশান। চলে যাবার আগে বন্ধু বাবুর কাছে জানতে চায় জেরীন এখন কোথায়? বাবু সবকিছু ভুলে রাজশাহী গিয়ে নতুন এক জীবন শুরু করতে বলে নিশানকে। সবার কথা মেনে নিয়ে রাজশাহীতে এসে নিশান যে জেরীনের দেখা পায় সে তখন কেমন আছে?

নিয়তি নিশানকে কোথায় নিয়ে এলো শেষমেশ? নিশান চরিত্রে আফরান নিশো এবং জেরীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। বিশেষ তিন চরিত্রে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল, মনোজ প্রামাণিক এবং এ কে আজাদ সেতু। এ ছাড়া রনজিত সিংয়ের চরিত্রে শহীদুজ্জামান সেলিম, রবিনের চরিত্রে রাশেদ মামুন অপু, নিশানের বাবা ও মায়ের চরিত্রে গাজী রাকায়েত ও মিলি বাশার। জীবনের লক্ষ্য খোঁজা আর সন্তানের প্রতি সহজাত মায়ার এক ছবিও ‘দাগি’। সবাই খুব ভালো অভিনয় করেছেন। 
সংস্কৃতি প্রতিবেদক

×