
শামীম হাসান সরকার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। অভিনয়ের পাশাপাশি শামীমের কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি রয়েছে। অভিনয় নয়, এবার সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। ৪ এপ্রিল দুপুরে মিরপুর ডিওএইচএসে শামীমের বাসায় পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শামীনের নববধূর নাম আফসানা আক্তার প্রীতি।
ফরিদপুরের মেয়ে প্রীতি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন তিনি। জানা গেছে, গত আট মাস ধরে পরিচয় হয় শামীম ও প্রীতির, পরে যার যার পরিবারকে জানান তারা। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এ যুগল। ভক্ত-অনুরাগীদের উদ্দেশে বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শামীম।
লিখেছেন, আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পোস্টের নিচে অনেকে অভিনন্দন ও নতুন জীবনের শুভ কামনা জানিয়েছেন। এর আগে শামীমের বিয়ে নিয়ে কম গুঞ্জন ওড়েনি। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। তবে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা।