
‘মাস্তুল’ চলচ্চিত্রের একটি দৃশ্য
সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও বিশ্বের অন্যতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছবি। আসন্ন ৪৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ‘আম কাঁঠালের ছুটি’ বানিয়ে প্রশংসা পাওয়া নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’। এ বছর মস্কোতে চলচ্চিত্রের আসর বসতে যাচ্ছে ১৭ এপ্রিল থেকে। ৮ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৪ এপ্রিল।
বিশ্বের অন্যতম এই উৎসবে ‘মাস্তুল’ মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা নূরুজ্জামান। আনন্দ প্রকাশ করে এই নির্মাতা বলেন, মস্কোতে ‘মাস্তুল’ মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইল যোগে নিশ্চিত করেছেন। আজকে যেহেতু সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত ছবির নাম ঘোষণা করল উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সঙ্গে ‘মাস্তুল’ এর এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে ভালো লাগছে।
উৎসব কর্তৃপক্ষ ইতোমধ্যে টিম ‘মাস্তুল’কে আমন্ত্রণ জানিয়েছে। উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। মস্কোতে ‘মাস্তুল’ মনোনীত হওয়ার দিনে উৎসব পোস্টার শেয়ার করেছেন নির্মাতা। যে পোস্টারটি তৈরি করেছেন ধ্রুব এষ। ছবিটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। এরইমধ্যে দেশে মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’। মার্চের ২৪ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকেই নদী বন্দর এলাকার জাহাজিদের দেখে আসছি। ডাঙ্গার সঙ্গে জলে ভাসা এই মানুষগুলোর সম্পর্ক আর তাদের বিচিত্র জীবন আমাকে বরাবরই টানত। ‘মাস্তুল’ সেই জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করার সুযোগ এনে দিলো।
দেশে ‘মাস্তুল’-এর মুক্তি নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, আমরা গেল বছরেই ‘মাস্তুল’-এর সব কাজ সম্পন্ন করেছি। দেশের বাইরে হয়েছে এই সিনেমার সাউন্ডের কাজ। মস্কোতে প্রদর্শিত হওয়ার পর সামনে সুবিধাজনক একটি সময়ে দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।