
নুসরাত ফারিয়া
দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় অভিনয় করে দীর্ঘদিন বেশ আলোচনায় ছিলেন। সিনেমাটি ২০২৩ সালের ১৩ অক্টোবর মুক্তি পেয়েছিল। এরপর আর তার কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসেনি। দীর্ঘবিরতির পর এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘জ্বিন ৩’ সিনেমাটি।
জ্বিন-৩’ সিনেমায় নুসরাত ফারিয়া অভিনয় করেছেন এ সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের কাছে সিনেমাটি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ ফারিয়ার এক বিশাল দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। ফারিয়ার অভিনয় দেখার জন্য তারা মুখিয়ে থাকেন। ফারিয়া নিজেও এ সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। তিনি অনেকবার তার সাক্ষাৎকারে ‘জ্বিন ৩’ নিয়ে প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এবার এ সিনেমাতে অভিনয় করা প্রসঙ্গে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে জানান, অভিনয় করার সময় তার ভেতরে একটা ভয় কাজ করত।
মনের ভেতরে একটা ভয় থাকে, যে কোনো কিছু হতে পারে উল্লেখ করে গণমাধ্যমকে তিনি বলেন, যখন শূটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় থাকে, যে কোনো কিছু হতে পারে। আমরা শূটিং করেছি একটি বড় গাছের নিচে। ফারিয়ার কথায়, গাছটা একশ বছরের পুরনো। সেখানে অপমৃত্যুর ঘটনাও আছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে শ্মশান আছে। আমার টিমের বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল।
এ অভিনেত্রী আরও বলেন, শূটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত। কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম, বা কিছু একটা দিয়ে রাখত যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়।