ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অতীতের রেকর্ড ভেঙে শীর্ষে শাকিব খান

গৌতম পাণ্ডে

প্রকাশিত: ১৯:৩৮, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৪, ২ এপ্রিল ২০২৫

অতীতের রেকর্ড ভেঙে শীর্ষে শাকিব খান

অবশেষে বরবাদ হলো না ‘বরবাদ’। বলছি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত এবারের ঈদের সিনেমা ‘বরবাদ’-এর কথা। ঈদের আগে শাকিব ভক্তরা একপ্রকার হতাশই হয়ে পড়ছিল। শোনা যাচ্ছিল ঈদে ‘বরবাদ’ সিনেমা মুক্তি পাচ্ছে না। অন্তর্জালে নানা গুঞ্জন উঠেছিল, মুক্তির অনিশ্চয়তায় শাকিব খানের ‘বরবাদ’। এ সিনেমার অধিকাংশ শূটিং ভারতে এবং এর অধিকাংশ অভিনয় শিল্পী ভারতের তাই এটা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকানোর জন্য একটি মহল উঠে পড়ে লেগেছিল। কিন্তু সফল হলো না সেই চক্রান্ত।
শাকিব খানের নতুন সিনেমার খবরে তার দর্শক যেমন আনন্দিত হন। একইভাবে আনন্দিত হন হল কর্তৃপক্ষও। ধুলা ঝেড়ে নতুন পোস্টারে সেজে ওঠে হলগুলো। ‘বরবাদ’ সিনেমার মুক্তি উপলক্ষে এমনটাই চোখে পড়েছে ঢাকার মধুমিতা সিনেমা হল প্রাঙ্গণে। বরবাদের ছোঁয়ায় যেন প্রাণ পেয়েছে হলটি। বরবাদের টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল।
২০২৪ সালে ‘তুফান’ দিয়ে হল মাতিয়েছিলেন শাকিব খান। সিনেমা হল প্রাঙ্গণে এত হুল্লোড় বহুদিন পর দেখা গিয়েছিল। শুধু তাই না, মধুমিতা হলে টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। ‘তুফান’ দেখে দর্শক আনন্দ পেয়েছিল। বলা চলে, তুফান এসেছিল তুফানের মতোই। তুফানের নির্মাণ, গল্প, গান সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল বলেই, এমনটা ঘটেছে বলে দর্শকমত রয়েছে। বিশেষ করে তুফানের গানগুলোর কথা বলতে হবে। ‘লাগে উরাধুরা’ ‘দুষ্টু কোকিল’ গান দুটি সিনেমাটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তাছাড়া শাকিব খানও চমৎকারভাবে তুফান চরিত্রটিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। তার কথা বলার ধরন, অঙ্গভঙ্গি থেকে প্রতিটি দৃশ্যায়নে মুহুর্মুহু তুফানি জোশ উপভোগ করেন দর্শক। পাশাপাশি অন্য কলাকুশলীরাও প্রাণবন্ত অভিনয় করেছেন।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘দরদ’ নিয়েও দর্শকের অনেক প্রত্যাশা ছিল। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিন্তু মুক্তির পর আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। খুব বেশিদিন প্রেক্ষাগৃহে চলেনি। দর্শকমত এই যে গল্পের কাহিনী বিন্যাসে অসামঞ্জস্যতা, রোমাঞ্চহীনতা সিনেমাটির সাফল্য প্রাপ্তির অন্তরায়। তবে শাকিব খান নিজের সেরাটা দিয়েছিলেন। দুলু মিয়া চরিত্রটিকে বরাবরের মতোই অভিনয় নৈপুণ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। এবার আসি ‘বরবাদ’ সিনেমার কথায়। এর টিজার মুক্তি পায় ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়। ১ মিনিট ৪৪ সেকেন্ড টিজার থেকে সিনেমাটি যে অ্যাকশনে ভরপুর হবে, তা অনুমান করতে কষ্ট হয় না। একইভাবে টিজারে শাকিব খানকে দেখা গেছে বিভিন্ন লুকে। সিনেমায় স্বল্প উপস্থিতিতে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তও চমকে দিয়েছেন। এস কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত টিজারটির আজ পর্যন্ত ভিউ হয়েছে ৩ দশমিক ৮ মিলিয়নেরও বেশি।
এ সময় অনেকেই মন্তব্য করেন, বাংলা চলচ্চিত্রের ইতোপূর্বের সব রেকর্ড ভেঙে দেবে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, হয়েছেও তাই।  পশ্চিমবঙ্গের দর্শক জয়দীপ লিখেছিলেন, এ যেন হলিউডের কোনো টিজার দেখলাম।
যাই হোক, নানা জটিলতা কাটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে এসেছে ‘বরবাদ’। তবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতির দুই দিন আগেও মুক্তির বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়লে সিনেমার বেশ কিছু দৃশ্য এবং সংলাপ নিয়ে আপত্তি জানায় বোর্ড সদস্যরা। এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানায় শাকিব ভক্তরা। ভার্চুয়াল মাধ্যমের পাশাপাশি তারা দাবি তুলেন ‘বরবাদ’ আনকাট মুক্তির। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধনও করেন শাকিবিয়ানরা। শুধু তাই নয়, ‘বরবাদ’ ছাড়াও যে ৪টি সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে, সেই ছবি সংশ্লিষ্টরাও আনকাট ‘বরবাদ’ দেখতে সমাজমাধ্যমে নিজেদের অভিমত জানান। এমনকি বোর্ডের সদস্য পরিচালক কাজী হায়াতের সঙ্গে শাকিব ভক্তদের বিরূপ আচরণও দেখা যায়। সব মিলিয়ে আবহাওয়া বেশ গরম ছিল।
শেষ পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সংশোধিত ভার্সনে মুক্তির অনুমতি পায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত ঢাকাই সুপারস্টার শাকিবের এই সিনেমা। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা বলেন, আমরা ‘বরবাদ’ সিনেমাটি দেখে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তির অনুমতি দিয়েছি। প্রত্যেক সিনেমার জন্য কিছু না কিছু সংশোধনী থাকে। আমরা সেটা তাদের বলেছিলাম। তারা সেটা সংশোধন করে জমা দিয়েছিল। আমরা এমন কোনো দৃশ্য বাদ দিইনি, যাতে সিনেমাটির ক্ষতি হয়। আমরা সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়েছি। বরবাদ দেখে মনে হয়েছে, এটা ভালো ও ব্যবসাসফল একটা সিনেমা হবে। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ভারতের ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত। সিনেমার একটি গানে পারফর্ম করেছেন কলকাতার নুসরাত জাহান।
এবার দেখা যাক সিনেমাটি দেখে দর্শকের প্রতিকিয়া কি। এ সিনেমা মুক্তির পর থেকে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছে বিভিন্ন বয়সের দর্শক। কেবল তাই নয়, ভূয়সী প্রশংসা করছে তারা। বসুন্ধরার স্টার সিনেপেক্সে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’। ঈদের দিন প্রথম শো হাউসফুল ছিল। পরের দিনগুলোও তাই। ‘বরবাদ’ দেখে সব দর্শকই সিনেমাটির ভূয়সী প্রশংসা করে। একজন দর্শক বলেন, সিনেমাটিতে শাকিব খানের যে লুক, সংলাপ পেয়েছি, এগুলো ‘তুফান’, ‘প্রিয়তমা’ সিনেমায় পাইনি। এজন্য ‘বরবাদ’ হিট সিনেমা। আর সিনেমার শেষে গল্পে যে টুইস্ট রাখা হয়েছে, এটি কল্পনাও করিনি। আরেকজন তরুণ দর্শক বলেন, বাংলা সিনেমার ইতিহাসে সেরা সিনেমা ‘বরবাদ’। এরকম অ্যাকশন মুভি আগে কখনো বাংলাদেশে হয়নি। ‘বরবাদ’ দেখে কেমন লেগেছে? এমন প্রশ্ন রাখা হয় একজন নারী দর্শকের কাছেও। তিনি বলেন, অনেক ভালো লেগেছে।


সিনেমাটি দেখে মন ভরে গেছে। মেহেদী হাসান নামে একজন তরুণ দর্শক বলেন, ‘বরবাদ’ জাস্ট ওয়াও! আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার মিতা মেহেদী হাসান হৃদয়কে (সিনেমাটির পরিচালক)। বাংলাদেশের সেরা মুভি এটি। মধুমিতা সিনেমা হলে আগত দর্শকও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তরুণ এক দর্শক বলেন, ‘বরবাদ’ সিনেমা অস্থির, বলিউডের থেকে কম না। এক যুবক বলেন, ভাই, তামিল, ইংলিশ সিনেমার বাপ-দাদা ‘বরবাদ’। ‘বরবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের দাবি জানিয়ে এক তরুণ বলেন, গত বছর ‘তুফান’ দেখে মনে হয়েছিল এটাই সেরা সিনেমা কিন্তু ‘বরবাদ’ সেই ভাবনা বদলে দিয়েছে। আমরা ‘বরবাদ’ সিনেমার সিক্যুয়েল চাই। সিনেমার গল্পটি শিক্ষণীয় দাবি করে এক তরুণ বলেন, সিনেমাটি থেকে অনেক কিছু শেখার আছে। বাপের ভুলের কারণে সন্তানের খেসারত দিতে হয়। পাপ বাপরেও ছাড়ে না। শাকিব ভাইয়ের অভিনয় অসাধারণ। এটা আমাদের শাকিব ভাই কিনা তা নিয়ে দ্বিধান্বিত। অনেক দর্শকই দাবি করেছেন, পুরো তামিল সিনেমার মতো হয়েছে ‘বরবাদ’। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, ‘অ্যানিমেল’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছেন।মুক্তির আগে থেকেই ‘বরবাদ’ নিয়ে আগ্রহ প্রকাশ করেন হল মালিকরা। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে ১২০টি হল পেয়েছে শাকিবের এই সিনেমা। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শো বৃদ্ধি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেক্ষাগৃহের সংখ্যাও আরও বাড়তে পারে।

×