ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সালমানের রেকর্ড

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৬, ২৬ মার্চ ২০২৫

সালমানের রেকর্ড

সালমন খানের সিনেমা সিকান্দর এই সময়ে বেশ আলোচনা হচ্ছে। সিনেমাটিতে সালমানের সঙ্গে রাশমিকা মান্দানাকে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে। প্রথমবারের জন্য এই দুই তারকা একসঙ্গে কাজ করছেন এবং তাদের একসঙ্গে দেখতে উৎসাহী অনুরাগীরাও। ২৫ মার্চ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং ‘সিকান্দার’ সিনেমার। জানা যাচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যে সিকান্দারের প্রায় ৪০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে । হিন্দির ২ডি ভার্সনের জন্য মোট ১.১৩ কোটি টাকার টিকিট হয়েছে। পাশাপাশি, ব্লক সিটসের টিকিট মিলিয়ে সিনেমাটি মুক্তির আগে এখনো পর্যন্ত প্রায় ৫.০১ কোটি টাকা আয় করেছে। দেশে সিকান্দারের ৭৯৫২টা শো প্রদর্শিত হবে। জানা যায়, দিল্লিতে সিকান্দারের টিকিট বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ২১.৮৪ লাখ টাকা। এ ছাড়া, মহারাষ্ট্রে ২০.৩৯ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে, আর রাজস্থানে টিকিট বিক্রি হয়েছে ১৩.৩৩ লাখ টাকার। পাশাপাশি, হিমাচল প্রদেশে ১.১৫ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। মনে করা হচ্ছে, সালমানের এই ছবি সপ্তাহন্তে প্রায় ৫০ কোটি টাকা আয় করতে পারে। পিভিআর আইনক্স লিমিটেডের সিইও রেভেনিউ অ্যান্ড অপারেশনস গৌতম দত্ত ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সিকান্দার নিয়ে কথা বলেছেন। তার কথায় সালমান খানের সিনেমা মুক্তির গ্র্যান্ড সেলিব্রেশন হয়ে থাকে।
আর সালমান খান বড় পর্দায় ফিরে আসছেন প্রায় এক বছর পর। আর তাই ভাইজানের অনুরাগীদের উৎসাহ বেড়ে গিয়েছে। ছবির ট্রেলার ইতোমধ্যেই সকলের নজর কেড়েছে।
এই ছবিটির পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। আর এটির প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস ও নাজিওয়াদওয়ালা অ্যান্ড সন্স। এ ছবিতে আরও রয়েছেন কাজল আগরওয়াল, অঞ্জনি ধওয়ান। আগামী ৩০ মার্চ মুক্তি পাচ্ছে সিকান্দার।

×