ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

যখন থেকে সিনেমা হলে যান না ববিতা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫, ২৪ মার্চ ২০২৫

যখন থেকে সিনেমা হলে যান না ববিতা

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা এবার ঢাকাতেই ঈদ করছেন। ববিতা জানান, কিছু দিন আগেই তিনি দেশে ফিরেছেন। আগামী ঈদ উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তিনি যখন সিনেমাতে অভিনয় করতেন সেই সময়টায় ঈদের অন্যান্য প্রস্তুতির মধ্যে সিনেমা হলে গিয়ে নিজের অভিনীত সিনেমা দেখারও পূর্ব প্রস্তুতি থাকত। কিন্তু এখন আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহটাও নেই। তবে ববিতা জানান, ঠিক কত বছর আগে সর্বশেষ নিজের অভিনীত সিনেমা হলে গিয়ে দেখেছেন তা আজ আর মনে নেই। ববিতা বলেন, যখন চারদিকে আমার সিনেমার জয় জয়কার, আমার সিনেমাগুলো মুক্তি পেলেই খুব ভালো ব্যবসা করত। সেই সময় নিজে হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখেছি। তবে আজ মনে পড়ছে একবার আমার অভিনীত একটি সিনেমা হলে দেখতে গিয়ে দর্শকের কাছে ধরা পড়েছিলাম। আমি বোরকা পরে মুখ ঢেকে সিনেমা হলে গিয়েছিলাম আরও অন্যান্যের সঙ্গে। মুখ ঢাকা থাকলেও হাত তো আর ঢাকা থাকত না। একজন দর্শক আমার হাত দেখেই বুঝে ফেলেছিলেন যে আমি ববিতা। পরবর্তীতে আমাকে এক নজর দেখার তার আকুতি মিনতির কাছে আমি হার মেনে যাই। মুখ থেকে কাপড় সরিয়ে তার সঙ্গে কথা বলতে হয়। যদিও বিষয়টা আমার কাছে ভীষণ উপভোগ্য ছিল এ কারণেই যে আমার হাত দেখেই আমার ভক্ত টের পেয়েছিল যে আমি ববিতা। তবে এরপর থেকে আমার আর সিনেমা হলে যাওয়া হয়নি। সিনেমা মুক্তি পেয়েছি, ব্যবসা সফল হয়েছে কিন্তু সেসব সিনেমা হলে গিয়ে দেখা আর হয়ে ওঠেনি। আসলে ভক্তদের জন্যই তো আমরা ভালো ভালো সিনেমাতে অভিনয় করি। সে সব সিনেমা দর্শক হলে গিয়ে উপভোগ করেন। তাই দর্শকের প্রতি আজীবন ভালোবাসা আমার। এই যে এখনো দর্শক আমাকে নতুন সিনেমায় অভিনয়ে দেখার প্রবল আগ্রহ, এটাই কিন্তু অনেক বড় বিষয়।
এদিকে বিগত কয়েক বছর যাবৎ আমেরিকায় ৫ আগস্ট ববিতা দিবস হিসেবে উদ্যাপিত হয়ে আসছে। ববিতা জানান প্রায়শই কথা হয় চলচ্চিত্রের অনেকের সঙ্গে। চেষ্টা করেন তিনি সবার খোঁজ নিতে। তবে চলচ্চিত্রের নানা ধরনের অনুষ্ঠানে কমই যান তিনি, জানালেন ববিতা। এরই মধ্যে ববিতা জানালেন, বেশ কয়েক পরিচালকও তার সঙ্গে যোগাযোগ করেছেন, স্ক্রিপ্ট পাঠিয়েছেন। কিন্তু কোনো স্ক্রিপ্টই ভালো লাগেনি তার। যে কারণে আপাতত নতুন কোনো সিনেমাতেও দেখা যাচ্ছে না ববিতাকে।

×