ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

কিশোরের আচরণে ক্ষুব্ধ মালাইকা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২২ মার্চ ২০২৫

কিশোরের আচরণে ক্ষুব্ধ মালাইকা

সারা বিশ্বেরই তারকা শিল্পীদের প্রায়শই বিড়ম্বনার শিকার হতে হয়। অযাচিত আচরণের সম্মুখীন হতে হয়। তেমনই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে বলিউড অভিনেত্রী  মালাইকা অরোরার সঙ্গে। সম্প্রতি তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন মালাইকা। সেই ঘটনায় মালাইকা ছিলেন বিচার এবং তাকে বিরক্ত করেছিলেন ওই অনুষ্ঠানেরই এক প্রতিযোগী। একটি নাচের রিয়েলিটি শোয়ে রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন তিনি। এ সময় মঞ্চে এক ১৬ বছরের কিশোর প্রতিযোগী মালাইকাকে দেখে মাত্রাতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে।  সেই কিশোর নাচতে নাচতে মালাইকার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেয়। এমনকি চোখের ইশারায় প্রতিউত্তর জানতে চান। সৃষ্টি উল্টো প্রতিক্রিয়া। সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন এই বলিউড সুন্দরী। রাগে অগ্নিশর্মা হয়ে ক্যামেরার সামনে ওই কিশোরকে বকাবকি শুরু করে দেন।  পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও কিশোরের এমন আচরণ নিয়ে সমালোচনা করেন।
কী কারণে  সেদিন অতটা রেগে গিয়েছিলেন মালাইকা-বিষয়টি শুক্রবার  মুখ খুলেছেন এ অভিনেত্রী। এদিন এক গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিচ্ছিলেন ‘হিপহপ ইন্ডিয়া’র দ্বিতীয় সিজনের বিচারক মালাইকা। তার ভাষ্য, ‘আমরাও নাচকে জীবন্ত করতে অভিনয় করি। উড়ন্ত চুম্বন দিই। চোখের ইশারাও করি। কিন্তু  সেদিন ওই ছেলেটি একটু বেশিই করছিল। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কী এই আচরণ মানায়?

×