ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

আমি প্রতিযোগিতা করি না, শাসন করি ॥ শাকিব খান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ১৭ মার্চ ২০২৫

আমি প্রতিযোগিতা করি না, শাসন করি ॥ শাকিব খান

নতুন লুকে শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে দুই দশক ধরে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন শাকিব খান। তার নাম থাকলেই প্রেক্ষাগৃহে দর্শক যায়। সিনেমা হল ব্যবসা ভালো করে। এবারে ঈদেও আসছে তার নতুন সিনেমা ‘বরবাদ’। এর মধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে। বেশ আলোচনায় রয়েছে সেটি। এরমধ্যে সোমবার ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেছে শাকিব খান । তার সঙ্গে তিনি লিখেছেন, আমি প্রতিযোগিতা করি না, শাসন করি। তার সেই পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। অনেকে শাকিবের লুকের প্রশংসা করছেন। কেউ কেউ আবার ক্যাপশনটিকে নায়কোচিত বলে মন্তব্য করছেন। একজন মন্তব্য করেছেন, ঢালিউডের শাসক তো শাকিবই...।
এদিকে, ‘বরবাদ’ এর টিজার ও গান ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে শাকিব বলেন, আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।

×