ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

দুই সিনেমায় সুষমা সরকার

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ৬ মার্চ ২০২৫

দুই সিনেমায় সুষমা সরকার

সুষমা সরকার

দর্শকপ্রিয় অভিনেত্রী সুষমা সরকার। চলচ্চিত্র ও টিভি নাটকে সমান তালে অভিনয় করে চলেছেন। শিল্পী হিসেবে নাটকে কিংবা সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে চরিত্র নিয়ে অপূর্ণতা তো থেকেই যায়। তারপরও ভীষণ তৃপ্ত সুষমা, একজন অভিনেত্রী হিসেবে। সুষমা এরইমধ্যে দুটি নতুুন সিনেমাতেও অভিনয় করেছেন। একটি জহির রায়হানের (এ যুগের পরিচালক) ‘সোলতে’ এবং অন্যটি পথিক শহীদুলের ‘নদাই’।
দুটি সিনেমারই কাজ প্রায় শেষ করেছেন সুষমা। এদিকে আজ সুষমার জন্মদিন। তবে ছুটি নেই তার কাজ থেকে। সুষমা সরকার বলেন, ‘সোলতে’ ও ‘নদাই’ সিনেমা দুটিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। দুটি সিনেমার গল্পই প্রাণ। দু’জন নির্মাতাই চেষ্টা করেছেন মন দিয়ে সিনেমা দুটি নির্মাণ করতে। দুটিতে আমার চরিত্র দুই রকম। তবে আমার ভালো লাগা এই যে ভিন্ন ধরনের গল্পের সিনেমাতে কাজ করে, যে সিনেমাগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। যে সিনেমাগুলো একদিন ইতিহাস হবে। একজন অভিনেত্রী হিসেবে আমি হয়ত বা এখনো কিছুই নই। কিন্তু আমি আমার কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। সোলতে ও নদাই পর্দায় দেখলে দর্শক তা অনুভব করতে পারবেন। আর জন্মদিনে বিটিভির অসুখ নামের একটি নাটকে অভিনয় করব। বাসায় ফিরে হয়ত একমাত্র কন্যা অনিন্দ্য গল্পের সঙ্গেই সময় কাটাব। সবার দোয়া আর আশীর্বাদ চাই। কেএম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেও বর্তমানে বেশ প্রশংসা কুড়াচ্ছেন সুষমা। ঈদে আসবে কাজল আরেফিন অমির নাটক ‘হাউ সুইট’। এছাড়াও শীঘ্রই লিটু করিমের ‘গাড়িয়াল’ নাটকেও কাজ করবেন তিনি। সুষমা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ডুবসাঁতার’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘সাপলুডু’, ‘নবাব এলএলবি’, ‘পেয়ারার সুবাস’, ‘বাদশা’, ‘ভুবন মাঝি’, ‘দহন’। শীঘ্রই প্রচারে আসছে কচি খন্দকারের ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকটি। সুষমার বেস্ট ফ্রেন্ড উর্মি, একসঙ্গে পড়তেন ভারতেশ্বরী হোমসে। সুষমার বাবা খগেন্দ্র নাথ সরকার, মা অঞ্জলি সরকার। তার আরেক বোন সুতপা, ভাই ভক্ত সুপ্রতীম সরকারের সঙ্গেই তার বাবা-মা থাকেন। ধামরাইয়ের মেয়ে (জন্ম টাঙ্গাইলের মির্জাপুরে) সুষমার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘সাদা মেঘের বৃষ্টি’, এটি ২০০০ সালে প্রচারিত হয়েছিল। তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।

×