ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ম্যাজিক দেখাল চীনের ‘নে ঝা ২’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ৪ মার্চ ২০২৫

ম্যাজিক দেখাল চীনের ‘নে ঝা ২’

‘নে ঝা ২’

চাইনিজ রূপকথার গল্পের ‘নে ঝা’ সিনেমার সিক্যুয়েলটিও যেন সাফল্যের রূপকথা লিখে ফেলল। ‘নে ঝা ২’ পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। চীনে ২৯ জানুয়ারি মুক্তির পর সিনেমাটি মাত্র ৩৩ দিনে দেশটির বাজার থেকে ১.৯৬ বিলিয়ন ডলার আয় করে নেয়। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসের সব রেকর্ড ভাঙতে চলেছে। এশিয়ার সিনেমাটিই এখন অ্যানিমেশন দুনিয়ার রাজত্ব করবে।

এই ছবিটি ২ বিলিয়ন ডলার আয় করেছে। বিশ্বের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে এই বিশাল মাইলফলক স্পর্শ করেছে ‘নে ঝা ২’। সেইসঙ্গে বিশ্বের প্রথম অ-ইংরেজি ভাষার সিনেমা হিসেবে ১ এবং ২ বিলিয়ন ডলার আয় করার রেকর্ডও করেছে ছবিটি। সিনেমাটিকে ভাবা হচ্ছে চীনের চলচ্চিত্র শিল্পের উন্নতির প্রতীক। দেশটির গর্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে এটি। ছবিটির অভাবনীয় সাফল্য চীন তথা এশিয়ার সিনেমা শিল্পকে নতুন এক অধ্যায়ে পৌঁছে দিয়েছে।

×