ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বইজুড়ে আছে দশ রকমের দশটি গল্প ॥ অনলাইন থেকে সংগ্রহ করা যাচ্ছে

লেখক হিসেবে মডেল অভিনেত্রী সাবিলার আত্মপ্রকাশ

প্রকাশিত: ২০:১৩, ৩ মার্চ ২০২৫; আপডেট: ০০:৪১, ৪ মার্চ ২০২৫

লেখক হিসেবে মডেল অভিনেত্রী সাবিলার আত্মপ্রকাশ

অস্কার পুরস্কার পাওয়ার পর হাস্যোজ্জ্বল সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন ও অন্যান্য তারকা

মডেল-অভিনেত্রী সাবিলা নূর প্রথমবার আত্মপ্রকাশ করলেন লেখক হিসেবে। তিনি এর আগেও লিখেছিলেন, তবে সেটি নাটকের জন্য। তার গল্পে অন্তত দুটি নাটক নির্মাণ হয়েছে। এবার লেখক হিসেবে অভিনেত্রীর আত্মপ্রকাশ হলো সদ্য সমাপ্ত একুশে বইমেলায়।
অথচ, এই প্রসঙ্গটি মাসজুড়েই এড়িয়ে গেছেন সাবিলা নুর। একেবারে শেষ প্রান্তে, মেলার পর্দা নামার দুদিন আগে, গত ২৬ ফেব্রুয়ারি ছোট্ট করে জানান দিলেন খবরটি। সোশ্যাল হ্যান্ডেলে প্রচ্ছদটি প্রকাশ করে লিখেছিলেন, “আমার প্রথম বই ‘ভালোবাসা অতঃপর’। এই বইজুড়ে আছে দশ রকমের দশটি গল্প।” বইটির প্রকাশক অনন্যা প্রকাশনী। 
এমন ঘোষণা দিতে না দিতেই মেলা শেষ! এ নিয়ে পাঠক-ভক্তদের আক্ষেপ রয়েছে। রয়েছে বিস্ময়ও। যে বাজারে, বই লেখার আগেই তারকারা প্রচারে ব্যস্ত হন সোশ্যাল হ্যান্ডেল ধরে গণমাধ্যমে, হাজির থাকেন রোজকার মেলায়, সেখানে সাবিলা কেন এতটা প্রচারহীন ছিলেন!
এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘অভিনয় আমার প্রথম প্রায়োরিটি। তার মধ্যেই টুকটাক লিখি। আসলে ঘটা করে প্রকাশ করার মতো তেমন লেখক নই আমি। তাই নীরবেই প্রকাশ করা হলো। বইটিতে খুব সুন্দর দশটি গল্প রয়েছে। এটি আমরা যৌথভাবে লিখেছি। আমার সঙ্গে রয়েছেন সালাম রাসেল নামে একজন লেখক। মেলা শেষ হলেও অনলাইন থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।’

×