ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

অস্কারে ‘আনোরা’র বাজিমাত!

প্রকাশিত: ১৮:০৩, ৩ মার্চ ২০২৫

অস্কারে ‘আনোরা’র বাজিমাত!

ছবি: সংগৃহীত

৩রা মার্চ সোমবার লস এঞ্জেলস এর ডলবি থিয়েটারে আয়োজিত হয় ৯৭তম একাডেমি এওয়ার্ডস (অস্কার) এর আয়োজন। ২৩ টি বিভাগের প্রতিযোগীতার মধ্যে ৫টি বিভাগে অস্কার জিতেছে শন বেকার নির্মিত চলচ্চিত্র “আনোরা”।

অস্কারের এবারের আসরে সর্বোচ্চ অস্কারজয়ী হিসেবে নাম লিখিয়েছে “আনোরা”। “দ্যা ব্রুটালিস্ট”,“এমিলিয়া পেরেজ”,“কনক্লেভ” ও “আনোরা”; এই ৪ টি চলচ্চিত্রের মধ্য থেকে সেরা বিবেচিত হয়ে ‘সেরা ছবি’র সম্মানজনক অস্কার জেতে আনোরা। এছাড়াও ‘সেরা অভিনেত্রী’, ‘সেরা পরিচালক’, ‘সেরা সম্পাদনা’ এবং ‘সেরা চিত্রনাট্য’সহ মোট ৫টি বিভাগে পুরষ্কৃত হয় চলচ্চিত্রটি।

উল্লেখ্য, গত বছর কান উৎসবে সম্মানিত “পাম দি অর” বিভাগে বিজয়ী হয় চলচ্চিত্র “আনোরা”। ২০২৪ সালের ২১শে মে চলচ্চিত্রটি প্রদর্শনীর পর প্রায় ১০ মিনিট যাবত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানায় চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীদের।

এছাড়াও ‘এড্রিয়েন ব্রডি’ অভিনীত “দ্যা ব্রুটালিস্ট” চলচ্চিত্রটি ৩ টি বিভাগে অস্কার জিতে দ্বিতীয় অবস্থানে আছে। তন্মধ্যে “দ্যা ব্রুটালিস্ট” চলচ্চিত্রেই ‘সেরা অভিনেতা’ হয়েছেন ‘এড্রিয়েন ব্রডি’।

রাকিবুল

×