ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ক্লান্ত কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালি বেরি

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১ মার্চ ২০২৫

ক্লান্ত কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালি বেরি

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে তেইশ বছর আগে একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন হলিউডের তারকাভিনেত্রী হ্যালি বেরি। তবে তিনি এখন ক্লান্ত এবং নিঃসঙ্গ। সিএনএন লিখেছে, ২০০২ সালে ‘মন্সটারস বল’ সিনেমার জন্য এ পুরস্কার জেতেন বেরি। এর মাঝে দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বেরির পরে আর কোনো কৃষ্ণাঙ্গ নারী সেরা অভিনেত্রীর পুরস্কার পাননি। যা বেরির জন্য ক্লান্তির কারণ বলে জানিয়েছেন অভিনেত্রী।
অস্কারজয়ী অভিনেত্রী বেরি বলেন, এই বিভাগে আমার পরে আর কোনো কৃষ্ণাঙ্গ নারী পুরস্কার পেলেন না। একমাত্র কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে আমি রয়ে গেলাম যা আমাকে নিঃসঙ্গ অনুভূতি দেয়। ট্রেভর নোয়ার ‘হোয়াট নাউ’ ? পডকাস্টের এক পর্বে এসে বেরি নিজের ওই উপলব্ধির কথা বলেছেন। তিনি বলেন, অস্কারে নিজের নাম শোনার পর বুঝতে পারিনি। ধীরে ধীরে বুঝেছিলাম, এই পুরস্কার আর জয় কেবল নিজের একার নয়, এর গুরুত্ব আরও বড়। দুই দশকের মধ্যে সেরা অভিনেত্রীর শাখায় না হলেও পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন কৃষ্ণাঙ্গ অভিনেত্রীদের কেউ কেউ। এবারে ৯৭তম অস্কারে ‘উইকড’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা কৃষ্ণাঙ্গ তারকা সিন্থিয়া এরিভোর নাম আছে মনোনয়নের তালিকায়। বেরির ভাষ্য, প্রত্যাশা করি বদল আসছে। নতুন কারও নাম বেরির পাশে যুক্ত হবে বলে আশা করছেন বেরি। আশা করছি এবার কিছু একটা হবে। আর আমি একা এই জায়গাটি ধরে রাখতে চাই না, ক্লান্ত হয়ে পড়েছি। খুব করে চাইছি এ বছরই হোক। যদি আশা পূরণ না হয় তো কেমন লাগবে প্রশ্নে বেরি বলেন, ওই সময় আমাকে নির্বাচিত করা হয়েছিল সম্ভাবনার প্রতীক হিসেবে। এই উদ্দেশ্য পূরণ হয়েছে বলে আশা করছি।

×