![কে হচ্ছেন শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা? কে হচ্ছেন শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/20-2502131504.jpg)
শাকিব খান
গতবছর ঢালিউডজুড়ে যেন বয়ে যায় ‘উরাধুরা’ ঝড়, প্রেক্ষাগৃহগুলো মুখরিত হয়ে ওঠে ‘দুষ্টু কোকিল’ এর ডাকে ! বলা বাহুল্য, সে বছরে সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। ওপার বাংলার মিমি চক্রবর্তীর সঙ্গে মেগাস্টারের জুটি বাঁধিয়ে রীতিমতো ধামাকা দেন পরিচালক রায়হান রাফী।
কিন্তু তাতে দর্শক যেন সন্তুষ্ট ছিলেন না। এরপর পরিচালক ইঙ্গিত দেন, শাকিব খানকে নিয়ে আবারও পর্দায় ফিরবেন রাফী। আর তাতেই শুরু হয় ‘তুফান’ এর সিক্যুয়েল নিয়ে চর্চা। আদতে ‘তুফান টু’ নিয়ে না ভাবলেও পরিচালক ঘোষণা দেন, শাকিবকে নিয়ে ‘তাণ্ডব’ আনছেন তিনি, আর তা চলতি বছরেই। এবার শাকিব-রায়হানের ‘তাণ্ডব’ ছবির নায়িকা নিয়ে সৃষ্টি হয়েছে নানান জল্পনা। অর্থাৎ, কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা, তা নিয়ে আলোচনা চলছে নেটিজেনদের মাঝে।
বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শোনা গেলেও আদতে শাকিবের নায়িকা কে হবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সিনেমা বোদ্ধারা এবার শাকিবের বিপরীতে একেবারেই নতুন কাউকে চাইছেন। কারও পছন্দ ছোট পর্দার তানজিন তিশাকে, আবার কারও পছন্দ সাবিলা নূরকে। তবে শাকিব ভক্তদের পছন্দসই নায়িকা না হলেও শোনা যাচ্ছে দুই বাংলার একজন নামি অভিনেত্রী নাকি হতে যাচ্ছেন শাকিব খানের আসন্ন ছবির নায়িকা। এক প্রযোজক সমিতির পক্ষ থেকে গুঞ্জন চাউর হয়েছে, ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার মধ্য দিয়ে প্রায় এক যুগ পর একসঙ্গে আবার সিনেমায় জুটি গড়তে চলেছেন শাকিব ও জয়া। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয়ের পর বেশ সাড়া ফেলেছিলেন তারা। আবার এও শোনা যাচ্ছে, ‘তাণ্ডব’ এ শুধু জয়াই নয়, সঙ্গে থাকবেন আরও একজন দেশী নায়িকা। তবে তার নাম এখনও চূড়ান্ত হয়নি। আইটেম গানেও চমক হিসেবে থাকবেন আরও এক জনপ্রিয় চিত্রনায়িকা।
চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। তবে নায়িকা বাছাই প্রসঙ্গটি নিশ্চিত হতে পরিচালক রায়হান রাফীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা যায়নি।