ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পরীমনি ও সাদীর প্রেমের গুঞ্জন কি সত্য?

প্রকাশিত: ২০:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পরীমনি ও সাদীর প্রেমের গুঞ্জন কি সত্য?

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা পরীমনি ও সংগীতশিল্পী শেখ সাদীর মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার সময় পরীমনির জামিনদার হিসেবে শেখ সাদী উপস্থিত ছিলেন, যা এই গুঞ্জনের সূত্রপাত করে। 

তবে শেখ সাদী এই গুঞ্জন নাকচ করে দিয়ে জানিয়েছেন, পরীমনির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই; বরং তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, "পরীমনির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই।" 

এছাড়া, শেখ সাদী তার ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য।" এই পোস্টের পর পরীমনি একটি স্টিকার কমেন্ট করে প্রতিক্রিয়া জানান। এই পোস্ট ও প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দেয়। 

তবে শেখ সাদী স্পষ্ট করেছেন যে, এই পোস্টটি মজার ছলে করা হয়েছিল এবং এর সঙ্গে কোনো গভীর অর্থ নেই। তিনি বলেন, "অত ভেবে আসলে লিখিনি। সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব।" 

পরীমনি নিজেও এই গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "ওরে পরী মানে ডানা ওয়ালা পরী, পরী মণি না।" এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, শেখ সাদীর পোস্টটি তার উদ্দেশ্যে ছিল না। 

সুতরাং, পরীমনি ও শেখ সাদীর মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন ভিত্তিহীন এবং তারা কেবল পারিবারিক বন্ধনে আবদ্ধ।

মুহাম্মদ ওমর ফারুক

×