![প্রশংসায় ভাসছেন মিম প্রশংসায় ভাসছেন মিম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/21-2502101434.jpg)
বিদ্যা সিনহা মিম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। বছরজুড়ে সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করা নিয়েই ব্যস্ত থাকেন। চলতি বছরের শুরুতেও বিজ্ঞাপনের মাধ্যমেই নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন। ‘এই বসন্ত হাওয়ায়, উড়ে উড়ে দূরে, তুমি আমি ভাসি ফুূলের সমুদ্দুরে’ এমন জিঙ্গেলের বিজ্ঞাপনচিত্রে মিমের সৌন্দর্যতায় মুগ্ধ হচ্ছেন দর্শক। সেইলরের ফেসবুকে পেজে বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পর থেকেই সাড়া পেতে শুরু করেছেন। এতে বিদ্যা সিনহা মিমের গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে চমকে দিয়েছে। নতুনভাবে নতুনরূপে বিদ্যা সিনহা মিমকে দর্শক দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপনটি প্রচারে আসার পরই প্রশংসায় ভাসছেন বিদ্যা সিনহা মিম।
সামনেই পহেলা ফাগুন আর ভালোবাসা দিবস। তার আগেই এমন একটি বিজ্ঞাপন বিশেষত মিম ভক্তদের জন্য বাড়তি আনন্দ বয়ে নিয়ে এসেছে। বিদ্যা সিনহা মিম বলেন, বিজ্ঞাপনটি অনলাইনে প্রচারে আসার সাথে সাথেই বেশ সাড়া পেতে শুরু করেছি। সেইলরের এই কাজটি বেশ প্রশংসিত হচ্ছে। জিঙ্গেল, নির্মাণ সব মিলিয়ে কাজটি বেশ ভালো হয়েছে। আমার বিশ^াস এর গ্রহণযোগ্যতা আরও বাড়বে। মিম গত বছরের নভেম্বর মাস থেকে সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এ ছাড়াও তিনি ওয়ালটন, বিকাশ লিমিটেড, বাটা, ওরিক্স ফেব্রিক্স কেয়ার, বার্জার পেইন্টস, হারল্যান বাংলাদেশ, ইউনিসেফসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিত কাজ করছেন। মিম অভিনীত সর্বশেষ বহুল আলোচিত সিনেমা ছিল ‘পরাণ’। এটি নির্মাণ করেছিলেন রায়হান রাফি। এতে মিমের বিপরীতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি বর্ষসেরা নায়িকা হিসেবে ভূষিত হয়েছিলেন।