ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আসছে ‘ম্যায় হু না’ সিনেমার সিক্যুয়েল

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আসছে ‘ম্যায় হু না’ সিনেমার সিক্যুয়েল

শাহরুখ খান

ফারাহ খান পরিচালিত ‘ম্যায় হু না’ সিনেমাটি মুক্তি পায় ২০০৪ সালে। এতে দেশপ্রেমিক আর্মির অফিসার মেজর রাম চরিত্রে দেখা গিয়েছিল বলিউড কিং শাহরুখ খানকে। ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। বেশ জমজমাট ছিল তাদের রসায়ন। দেশপ্রেম ও পারিবারিক আমেজের গল্পে কমেডি রোমাঞ্চে ভরপুর অ্যাকশনধর্মী সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল বক্স অফিসে। জনপ্রিয়তা পেয়েছিল ছবির গানগুলো। সেই সিনেমার চরিত্রে আবারও দেখা যাবে শাহরুখ খানকে। তাকে নিয়েই ছবিটির সিক্যুয়েল তৈরির কথা ভাবছেন ফারাহ খান, খবর পিঙ্কভিলার। ফারাহর পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছেন শাহরুখ। পাশাপাশি এই ছবি দিয়েই একসঙ্গে প্রযোজনায় নাম লেখান শাহরুখ ও তার স্ত্রী গৌরি। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আবারও তারা জুটি হয়ে ফিরতে চান ফারাহ খানের সঙ্গে। আর তারা প্লট হিসেবে বেছে নিয়েছেন ‘ম্যায় হু না’ ছবির সিক্যুয়েলকে।
সূত্র অনুযায়ী, ‘ম্যায় হু না ২’ নামে নির্মিত হবে সিনেমাটি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটি প্রযোজনা ও পরিবেশনা করবে। বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। গল্পটি শাহরুখ খুবই পছন্দ করেছেন। ফারাহ তার লেখকদের টিম এবং রেড চিলিজের সঙ্গে কাজ গুছিয়ে নিচ্ছেন।
তবে শাহরুখের সঙ্গে আগের পর্বের শিল্পীরাও ফিরবেন কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুই একটি চরিত্র ফিরলেও বেশিরভাগ চরিত্রেই দেখা যাবে নতুন শিল্পীদের আগমন। সেই তালিকায় থাকবে অনেক চমক।
এদিকে শাহরুখ খান বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা দিয়ে। ২০২৬ সালে এটি মুক্তি পাবে। এ ছাড়াও তিনি বর্তমানে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান ২’ সিনেমাটিতেও কাজ করছেন। এই ছবিটিরও চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

×