![ওয়েব ফিল্মে মেহজাবীন-রেহান ওয়েব ফিল্মে মেহজাবীন-রেহান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/35-2502071505.jpg)
দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সর্বশেষ গত বছরের শেষ প্রান্তে শঙ্খদাস গুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত। তিনি নবাগত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন ভালো ভালো গল্পে। মেহজাবীনের মতো একজন গুণী, মেধাবী অভিনেত্রীর সঙ্গে প্রথমবার কোনো ওয়েব ফিল্মে অভিনয় করার সুযোগ পেলেন ফররুখ আহমেদ রেহান। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করার সুযোগ পেলেন। আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসছে ‘নীল সুখ’। মেহজাবীন চৌধুরী বলেন, ‘নীল সুখ’ কাজটি করতে গিয়ে আমি গল্প এবং আমার চরিত্রটি আমি ভীষণ উপভোগ করেছি। রোমান্টিক গল্পের হলেও এতে ভিন্নতা আছে। এটা একটা অন্য রকম ভালোবাসার গল্প। যারা একটু ভিন্ন ধাঁচের গল্প দেখতে আগ্রহী এই গল্পটা তাদের জন্য। সত্যি বলতে কী ওটিটিতে গল্প বলার স্বাধীনতাটা থাকে। যে কারণে ওটিটিতে কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করে সবাই। আর রেহান ভাইয়া চেষ্টা করেছেন ভালো অভিনয় করার। অভিনয়ে তিনি নতুন এখনো, শিখছেন অভিনয়। আমি আশাবাদী তাকে নিয়ে যে আগামী কয়েক বছরে অনেক ভালো করবে। কারণ তার মধ্যে ভালো করার চেষ্টাটুকু আছে। তার জন্য অনেক অনেক শুভ কামনা। রেহান বলেন, ভীষণ উচ্ছ্বাস আর আনন্দের মাঝে আছি। কারণ এবারই প্রথম আমি কোনো ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ পেলাম। তাও আবার আমার ভীষণ প্রিয় অভিনেত্রী মেহজাবীন আপুর সঙ্গে। ভিকি জাহেদ ভাইকে ধন্যবাদ, কারণ তিনি আমাকে প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। আর এখন গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের একটিতে। মেহজাবীন আপুর প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তিনি অনেক বড় মাপের একজন অভিনেত্রী। কিন্তু ভীষণ ডাউন টু আর্থ। প্রত্যেকটি দৃশ্যের আগে তারসঙ্গে আলোচনা করেছি, ভালো না হলে তিনি বলেছেন-আরেকটু বেটার হতে পারে। এটা আমার জন্য অনেক অনেক অনুপ্রেরণার ছিল। আমি অধীর অপেক্ষায় আছি ‘নীল সুখ’ প্রচারের।