ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

পূর্ণিমায় মুগ্ধ টুম্পা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

পূর্ণিমায় মুগ্ধ টুম্পা

দিলারা হানিফ পূর্ণিমা ও জান্নাতুল ফেরদৌস টুম্পা

নন্দিত চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দেশ বিদেশে অসংখ্য ভক্ত রয়েছেন এ চিত্র নায়িকার। তাদের মধ্যে অন্যতম ফ্যাশন হাউজ গয়না বাকসোর চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস টুম্পা। পূর্ণিমাও মাঝে মাঝে গয়না বাকসোর অনলাইন পেজ থেকে নিজের পছন্দসই জামাও কিনে নেন। সম্প্রতি চ্যানেল আই স্টুডিওতে রান্না বিষয়ক একটি অনুষ্ঠানে কেকা ফেরদৌসীর অতিথি হয়ে গিয়েছিলেন পূর্ণিমা। সেখানেই সৌজন্য সাক্ষাতের জন্য আমন্ত্রণ পান টুম্পা। দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময়ও হয়। পূর্ণিমাকে ফুল দিয়ে বরণ করে নেন টুম্পা। পরে গয়না বাকসোর পক্ষ থেকে তার হাতে বিশেষ উপহারও তুলে দেওয়া হয়। পূর্ণিমার কাছ থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের গল্প শুনে ভীষণ মুগ্ধ হন টুম্পা। একজন নায়িকা হিসেবে পূর্ণিমা তার দীর্ঘদিনের অভিনয় জীবনে বহু ভক্তের মুখোমুখি হয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন। কিন্তু টুম্পার বিষয়টা একেবারেই আলাদা। পূর্ণিমা টুম্পাকে নিয়ে সেটে যান, কেকা ফেরদৌসীর সঙ্গে পরিচয়ও করিয়ে দেন টুম্পাকে। পূর্ণিমা বলেন, টুম্পার সঙ্গে সময়টা ছকে বাঁধা জীবনের বাইরের। একটা অন্য রকম সময় কাটল। টুম্পার আন্তরিকতা মুগ্ধ করেছে।  টুম্পা বলেন, জীবনে কিছু মুহূর্ত আসে সারা জীবন মনে গেঁথে থাকার জন্য। পূর্ণিমা আপুকে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে।

×