ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আলোচনায় পরীমনি

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আলোচনায় পরীমনি

পরীমনি

ক্যারিয়ারের শুরু থেকেই বরাবরই বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। কাজের চেয়ে তাকে নিয়ে ব্যক্তিগত চর্চাই বেশি হয়। কখনো প্রেম, কখনো বিয়ে-বিচ্ছেদ আবার কখনো মামলা মোকাদ্দমায়। তবে সব কিছুর পরেও পরী তার নিজের মতোই উড়ে বেড়ান। তবে নতুন বছরে একাধিক খবরে এ অভিনেত্রী। একদিকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ, অন্যদিকে টাঙ্গাইলে কালিহাতীতে তিনি বাধার মুখে পড়েন। আবার এর মধ্যে পুরনো মামলা নিয়েও তার খবর প্রকাশ হয়। নতুন বছরের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরী। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতেই ছবিটিতে রূপা চরিত্রে হাজির হবেন মিষ্টি হাসির পরীমনি। সম্প্রতি অভিনেত্রী নিরবের সঙ্গে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেন। স্থিরচিত্রে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন এই ঢালিউড তারকা।
একটি গোলাপ ফুল হাতে দুজনের একাধিক মুহূর্তের স্থিরচিত্র দেখা গেছে। ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে!’ এমন ক্যাপশনে ছবিগুলো পোস্ট করেছেন পরীমনি।
পরীমনি বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না। ‘গোলাপ’-এর চিত্রনাট্য শোনার পর আমার চরিত্রটি ভালো লেগেছে। গল্পে নাচ, প্রেম, ফাইট সব কিছুই আছে। সবচেয়ে বড় কথা, গল্পের মোড়  পরিবর্তনের অনেক চমক আছে, যা দর্শকদের আকৃষ্ট করবে।’ সিনেমাটির পরিচালক সামছুল হুদা।
এদিকে গত ‘২৫ জানুয়ারি হারল্যান স্টোরের একটি পণ্যের শোরুম উদ্বোধনের কথা ছিল পরীর। সবই ঠিকঠাক ছিল; কিন্তু জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল এবং কালিহাতী শাখার আপত্তির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি তিনি। শোবিজ কর্মিরা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ক্ষোভ প্রকাশ করেন। একইরকম ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী নিজেও। জানান, তবে কী নতুন দেশে অনিরাপদ আছেন? পরীমনি তার ফেসবুকে লিখেছেন, ‘শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদবোধ করছি! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!’ তিনি আরও লিখেন, ‘মেহজাবীন, পড়শী এর আগে এমন হেনস্তার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা! কি বলার আছে আর...। এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’ সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন ক্ষোভ প্রকাশের পরের দিনই আবার অভিনেত্রীর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে সেটি তার আগের একটি মামলার জন্য।
মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এই আদেশ দেন। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তবে এর মধ্যে আদালতে আত্মসমর্পণ করে অভিনেত্রী জামিনও নিয়েছেন। এ সময়ে তিনি গণমাধ্যমকে জানান, আইনের ওপর তার তার বিশ্বাস আছে। পরীমনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর এ কারণেই একদম শেষ অবধি আমি বিশ্বাস রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায়বিচার পাব। আর আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।’
তবে এ মুহূর্তে অভিনেত্রীর ফোকাস তার কাজের দিকেই বলা চলে। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শ্যূটিং। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজা ঘটক, যেখানে পরীমনির সহশিল্পী হিসেবে আছেন সায়মন সাদিক।

×