ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ইব্রাহিমের সাহসী ফটোশুট ভাইরাল, পলকের মন্তব্য নিয়ে আলোচনার ঝড়!

প্রকাশিত: ০৬:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

ইব্রাহিমের সাহসী ফটোশুট ভাইরাল, পলকের মন্তব্য নিয়ে আলোচনার ঝড়!

সাদা চাদরে নিম্নাঙ্গ ঢাকা, খালি গায়ে হাস্যোজ্জ্বল ইব্রাহিম আলি খানের ছবিতে চমক! খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটছে সইফ-পুত্রের। কর্ণ জোহরের প্রযোজনায় প্রথম ছবির ঝলক মুক্তির আগেই উত্তেজনায় ভরা ফটোশুট শেয়ার করে ইব্রাহিম লেখেন, ‘‘প্রথম ছবির ঝলক ভাগ করতে আর অপেক্ষা করতে পারছি না।’’অভিষেকের আগেই প্রেমের গুঞ্জনও তুঙ্গে। ২০২২ সাল থেকে শ্বেতা তিওয়ারির মেয়ে পলকের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ইব্রাহিমকে। যদিও দু’জনেই প্রেমের কথা অস্বীকার করেন। পলকের বলিউডে ইতোমধ্যেই অভিষেক ঘটলেও ইব্রাহিমের প্রস্তুতি চলছে জোরকদমে। তাঁর নতুন ছবিতে পলকের উত্তেজিত ইমোজি পোস্টে জল্পনা আবারও বাড়ল।

রাজু

×