ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আপন ঘরে ফারিয়া

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৭, ২৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৪৩, ২৯ জানুয়ারি ২০২৫

আপন ঘরে ফারিয়া

নুসরাত ফারিয়া

বেশ লম্বা ছুটি কাটিয়ে সদ্যই দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। দেশে ফিরেই জাজ মাল্টিমিডিয়ার কর্নধারের সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান দিয়েছিলেন যে, তার ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে। যারা জানেন না, তাদের জন্য বলে রাখা ভালো, ছোটপর্দার জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়াকে বড়পর্দায় প্রথমবারের মতো নিয়ে আসে জাজ মাল্টিমিডিয়া তাদের ‘আশিকী’ সিনেমার মাধ্যমে। কিন্তু জাজের সঙ্গে তার ক্যারিয়ার শুরু হলেও মাঝে ছন্দপতন ঘটে। সর্বশেষ তাকে এই প্রতিষ্ঠানের ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমাতে দেখা গিয়েছিল ২০১৮ সালে। অবশেষে নতুন সিনেমা দিয়ে ৭ বছর পর পুরনো ঘরে ফিরছেন ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বিন’ সিনেমার সিক্যুয়েল ‘জ্বিন থ্রি’তে ফারিয়াকে দেখা যাবে। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। আরও জানা গেছে, ভৌতিক ঘরানার এই সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে সজলকে, যিনি ‘জ্বিন ২’-তেও পূজা চেরীর সঙ্গে অভিনয় করেছিলেন।
জাজের আবদুল আজিজ বলেন, ‘যেহেতু আমাদের ‘জ্বিন’ ও ‘জ্বীন ২’ দুটো ছবিই দর্শকমহলে বেশ ভালো সাড়া ফেলেছে, তাই আমরা পরিকল্পনা করছিলাম ‘জ্বিন থ্রি’ নিয়ে। সেইসঙ্গে একটা চমকও দিতে চেয়েছিলাম যার কারণে নুসরাত ফারিয়াকে চূড়ান্ত করা। তার সঙ্গে জুটি হিসেবে থাকবে সজল। অনেকদিন আগেই তাদের চুক্তিবদ্ধ করেছি। সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু শূটিং শুরু করার পালা।’ প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকার কারণেই এতোদিন ছবিটি নিয়ে কথা বলতে পারেননি সজল। জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মুন্সিগঞ্জে সিনেমাটির শূটিং শুরু হবে। টানা শূটিংয়ের মধ্য দিয়ে এর কাজ শেষ করা হবে। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এ প্রসঙ্গে জাজ কর্নধার বলেন, ‘আমাদের শূটিং ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই শুরু হবে। এক টানা শূটিং করে কাজ শেষ করব এবং রোজার ঈদে মুক্তি দেব।’

×