ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এতো বাধা কেন আসবে: পরীমণি

প্রকাশিত: ১৯:২৩, ২৬ জানুয়ারি ২০২৫

পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এতো বাধা কেন আসবে: পরীমণি

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এই আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গণমাধ্যমে মুখ খুললেন নায়িকা।

 

জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ভ্যারিফাইড ফেইজবুকে  জানান, এতো চুপ করে থাকা যায় নাকি?

পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!

মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!?

কি বলার আছে আর এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে !

তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা?

এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।

 

 

পরীমণির কথায়, ‘তার দুইবার আদালতে যাওয়ার কথা থাকলেও বেশ কিছু কারণে তিনি যেতে পারেননি।

 আমি আজ আদালতে যেতে পারিনি। এর আগেও একবার যেতে পারিনি, সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল। এবার আমার অসুস্থতার কারণে। আমার আইনজীবীকে তা জানিয়েছি। শরীর অসুস্থ থাকলে তো কিছুই করার নেই।’

 

সাজিদ

×