ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

এবার রোমান্সে মগ্ন প্রাক্তন প্রেমিকের সাথে সারা আলি খান

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:০৩, ২৬ জানুয়ারি ২০২৫

এবার রোমান্সে মগ্ন প্রাক্তন প্রেমিকের সাথে সারা আলি খান

ছবিঃ সংগৃহীত

বলিউডে নতুন নায়ক বীর পাহাড়িয়া শুরু করলেন তার ক্যারিয়ার "স্কাইফোর্স" মুভির মাধ্যমে। তবে মজার ব্যাপার হলো, তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন সারা আলি খান, যিনি বাস্তব জীবনে তার প্রাক্তন প্রেমিকা।এবার রোমান্সে মগ্ন প্রাক্তন প্রেমিকের সাথে সারা আলি খান।

বাস্তবে ব্রেকআপের পর তাদের আলাদা পথ হলেও, মুভিতে এই জুটিকে দেখা গেছে একদম সুখী কাপল হিসেবে। ক্যামেরার সামনে তাদের রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য যে ভক্তদের মনে হতে পারে, তারা বাস্তব জীবনেও একসঙ্গে!

নেটিজেনরা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বলাবলি করছে, "ব্রেকআপের পরও এভাবে সাবলীল অভিনয় করা সত্যিই প্রশংসনীয়।" কেউ কেউ আবার মজার ছলে বলেছেন, "পর্দার সামনে রোমান্স, আর পর্দার পেছনে নিশ্চয়ই মজার আড্ডা চলেছে!"

এখন দেখার বিষয়, এই প্রাক্তন জুটির রসায়ন মুভিটিকে কতটা উচ্চতায় নিয়ে যায়। স্কাইফোর্স কি শুধু অ্যাকশন মুভি, নাকি ভক্তদের জন্য রোমান্সের এক নস্টালজিক ঝলক?

জাফরান

×