ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। কম সময় স্থায়ী হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। মধ্যরাতে হওয়া এই ভূমিকম্প অনেকেই টের পেয়েছেন, আবার অনেকে ঘুমিয়ে থাকায় অনুভব করতে পারেননি। যারা টের পাননি, তাদের মধ্যে একজন হলেন চিত্রনায়িকা পরীমণি।
ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর, মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি জানান, জেগে থাকলেও ভূমিকম্প তিনি টের পান না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভার্টিগো রোগের কারণে তিনি এমন পরিস্থিতি অনুভব করতে পারেন না।
নিজের অসুস্থতার কথা জানিয়ে স্ট্যাটাসে পরী লেখেন,‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়।
পরী আরও লেখেন, কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। ভার্টিগো এমন অসুখ যে রোগে আক্রান্ত হলে রোগী সব সময় অনুভব করেন তার চারপাশের পরিবেশ নড়ছে বা ঘুরছে। অনেক সময় নিজের শরীরও নড়ছে, এমন বিভ্রম (গতির অনুভূতি) তৈরি হয়।
বাংলায় এ রোগকে বলে ‘ঘূর্ণিরোগ’। মস্তিষ্ক বা কানের সমস্যা থেকে এ রোগ হতে পারে বলে মনে করেন অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞরা। এ রোগে আক্রান্ত হলে মাথা ঘোরা, বমি ভাব, কানে শো শো শব্দ শোনা, শারীরিক দুর্বলতা, হাঁটতে অসুবিধা হওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হন রোগী। তাই প্রায়ই এর চিকিৎসা নিতে হাসপাতালে ছুটতে হয় অভিনেত্রীকে।
রাসেল