এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের সেরা পুরস্কারজয়ী সিনেমা ‘বলী : দ্য রেসলার।’ কদিন আগে এটি প্রদর্শিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এবার এটি প্রদর্শিত হচ্ছে কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে। ২৯-৩১ জানুয়ারি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পেঁচার দ্বীপ সৈকতের মারমেইড বিচ রিসোর্টে আয়োজিত হবে এই ফেস্টিভ্যাল। এ প্রসঙ্গে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের আয়োজক মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের সিনেমার ইতিহাসে বড় অর্জন বয়ে এনেছে ‘বলী : দ্য রেসলার।’ চট্টগ্রামের বলী খেলার ঐতিহ্য আর সাগরপাড়ের লোকগাঁথা মিলিয়ে সিনেমাটি আমাদের ফেস্টিভ্যালের থিমকে ধারণ করে। সাগরপাড়ে ধারণ করা এই সিনেমা সাগরপাড়ে বসে দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ।
ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী : দ্য রেসলার’ দক্ষিণ কোরিয়ার বুসান ছাড়া প্রদর্শিত হয়েছে সাংহাই, টরন্টো, লস অ্যাঞ্জেলেস ও বার্সেলোনা শহরে।
বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে ‘বলী’
শীর্ষ সংবাদ: