ছবি: সংগৃহীত
বলিউডের কিংবদন্তি নায়িকা শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবার ওটিটির গণ্ডি পেরিয়ে বড়পর্দায় অভিষেক করতে চলেছেন। মা শ্রীদেবী ও বোন জাহ্নবীর পদাঙ্ক অনুসরণ করেই অভিনয়ের জগতে পা রেখেছেন খুশি। তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনেইদ খান। এই জুটি বর্তমানে তাদের আসন্ন ছবি ‘লাভিয়াপা’এর প্রচারণায় ব্যস্ত।
সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ক্যারিয়ার এবং শিক্ষাজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন খুশি ও জুনেইদ। সাক্ষাৎকারে মজার একটি তথ্য ফাঁস করেছেন তারা—এক সময় পরীক্ষার হলে চিটিং করতেন তারা দুজনেই। চিটিং করার অভিনব কৌশল এমন ছিল যে, সহজে ধরা পড়তেন না!
পরীক্ষায় কীভাবে নকল করতেন সে প্রসঙ্গে খুশি বলেন, ‘আমি পরীক্ষায় নকল করেছি, কিন্তু আমি ধরা পড়িনি। আমি আমার উরুতে একটি আস্ত চিত্র এঁকেছিলাম। আর আমি জানি না কেন আমার মনে হয়েছিল বিজ্ঞান পরীক্ষায় নকল করার এটাই সবচেয়ে আদর্শ উপায়। পায়ে স্কেচ পেন দিয়ে আস্ত ফুলের মতো এঁকেছিলাম। আমরা স্কার্ট পরতাম, তাই আমি কেবল স্কার্টটা টানতাম, ডায়াগ্রামটি দেখতাম আর সমস্তটা নকল করতাম’।
এ সময় জুনায়েদও তার পরীক্ষায় নকলের বিষয়টি স্বীকার করেন। জানান, তার এক বন্ধু ছিলেন যিনি তার পেছনে বসতেন। জুনায়েদের বন্ধু পেছন থেকে পা টিপে টিপে উত্তর বুঝিয়ে দিত। তবে খুশি আর জুনায়েদ স্পষ্ট জানান, তারা কোনোভাবেই পরীক্ষায় নকল করার প্রচার করছেন না। তবে স্কুলজীবনে তারা এমন কাণ্ড ঘটিয়েছেন।
রাসেল