ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাসায় পার্কিংয়ে ছিল কয়েকটি গাড়ি। তবে সেদিন রাতে গাড়ি চালানোর মতো কেউ ছিলেন না। অগ্যতা মধ্যরাতে অটোরিকশায় চড়ে লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন মারাত্মক আহত এই নায়ক। সঙ্গে ছিল ৮ বছর বয়সী সন্তান তৈমুর। অভিনেতাকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালেই পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা। অভিনেতার জীবন বাঁচিয়ে প্রশংসার পাশাপাশি এবার পুরস্কার পেয়েছেন ভজন।
কিন্তু সেই সময়ে সাইফ আলি খানকে চিনতে পারেননি অটোচালক ভজন সিংহ রানা। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে, তাঁর সঙ্গে দেখা করলেন স্বয়ং সাইফ আলি খান ও শর্মিলা ঠাকুর। তবে দেখা করার পরে কী কী কথা হল তাঁদের। সাইফ আলি খান কী কিছু উপহার দিলেন যে তাঁর প্রাণ বাঁচিয়েছিল সেই মানুষকে?
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বলিউড অভিনেতা সাইফ আলি খান সেই অটোচালককে বুকে জড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাকে ৫০ হাজার রুপিও তুলে দেন। খবর এনডিটিভির।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অটোচালক ভজন সিংহ রানা জানিয়েছেন, তিনি কোনও ক্যাশ পুরস্কার চান না। যদি সাইফ আলি খান বদলে তাঁকে একটি নতুন অটো কিনে দেন, তবে তিনি তা গ্রহণ করবেন। তবে কোনওরকম টাকাপয়সা চান না অটোচালক ভজন সিংহ রানা। তবে তিনি এই বিষয়ে সাইফকে অনুরোধ জানাবেন না বলেই ঠিক করেছেন।
যেহেতু সাইফ যে কোনও সাহায্যে অটোচালক ভজন সিংহ রানার পাশে থাকার কথা দিয়েছেন, সেই কারণে তিনি মনে করছেন, তাঁর অটোটা পুরনো হয়েছে। সাইফ আলি খান যদি তাঁকে একটি নতুন অটো উপহার দেন, তাহলে তিনি তা গ্রহণ করবেন। খুশিও হবেন। তবে তিনি নিজে থেকে কিছুই চাইবেন না সাইফের কাছে, এই কথা জানিয়ে দিয়েছেন তিনি।
তবে পাশাপাশি জানা গিয়েছে, সাইফ আলি খান নাকি অটোচালক ভজন সিংহ রানাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য় করেছেন। কেউ বলছেন টাকার অঙ্কটা পঞ্চাশ হাজার। কেউ আবার বলছেন, টাকার অঙ্কটা এক লাখ। অটোচালক ভজন সিংহ রানার কথায়, 'মানুষকে ভাবতে দিন, আমি কত টাকা পেয়েছি। তবে আমি জানাব না কত টাকা পেয়েছি। কারণ আমি সাইফ আলি খান স্যারকে কথা দিয়েছি, আমি জানাব না আমি কত টাকা পেয়েছি। সাইফ আলি খান আমায় বলতে বারণ করেছেন। সেই কারণেই আমি কিছু বলব না।'
শিহাব