ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘বিয়েতে বিশ্বাস নেই, তবে শয্যাসঙ্গী প্রয়োজন’ মন্তব্যে ভাইরাল অভিনেত্রী

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:০৯, ২২ জানুয়ারি ২০২৫

‘বিয়েতে বিশ্বাস নেই, তবে শয্যাসঙ্গী প্রয়োজন’ মন্তব্যে ভাইরাল অভিনেত্রী

অভিনেত্রী টাবু।

নিজের বক্তব্য যে এভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে তা বোধ হয় বুঝতেই পারেননি অভিনেত্রী টাবু। সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য ছড়িয়ে পড়তেই টনক নড়েছে এই নায়িকার। 

তবে অভিনেত্রীর দাবি, তিনি যা বলেছিলেন সংবাদমাধ্যম সেটা বিকৃত করে পরিবেশন করেছে। তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। যার জেরে ভুগতে হচ্ছে তাকে। তবে কী এমন মন্তব্য করেছিলেন তাব্বু? যে কারণে তাকে নিয়ে হওয়া আলোচনায় সংবাদমাধ্যমগুলিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথাও বলেছেন অভিনেত্রী।

টাবু সম্প্রতি অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিতে যোগ দিয়েছেন। এই ছবিতে টলিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এক পুরনো সাক্ষাৎকার। 

২০২৪-এ তিনি ‘ক্রিউ’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবির প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, টাবু বিয়েতে বিশ্বাসী? সংবাদমাধ্যমের দাবি, সেই সময় অভিনেত্রী নাকি বলেছিলেন, ‘বিয়েতে বিশ্বাসী নই, পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!’ তব্বুর এই বক্তব্য হঠাৎই আবার ভাইরাল। যার জেরে নাস্তানাবুদ তিনি। 

‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে তাব্বুকে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মানুষ আমার জীবন নিয়ে এত ভাবেন কেন?’ একইসঙ্গে গোটা বিষয়টিকে অর্থহীন বলেও উল্লেখ করেন টাবু। এই মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবির শুটিং করছেন টাবু। প্রিয়দর্শনের পরিচালনায় যে সিনেমায় দেখা যাবে পরেশ রাওয়ালকেও।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এম হাসান

×