নোরা ফাতেহি
বলিউডের সুপরিচিত নাম হলো নোরা ফাতেহি। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী’ বহু সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন বারবার। এবার বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন তিনি। শুরু করলেন মিউজিক অ্যালবামের যাত্রা। তা হলে কি চিরকালের জন্য অভিনয় জগৎকে বিদায় জানালেন তিনি? এ বিষয়ে কী বললেন নোরা? সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেব তা হলে আপনি ভুল ভাববেন।
আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব। আমি যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব। তিনি আরও বলেন, আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে।