‘আগন্তুক’ চলচ্চিত্রের একটি দৃশ্য
দেশের উৎসবে প্রশংসা কুড়িয়ে এবার নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে নির্মাতা বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। দেশটিতে এবার বসছে উৎসবের অষ্টম আসর। যা চলবে মার্চের ২০ তারিখ থেকে থেকে ২৪ মার্চ পর্যন্ত। বিপ্লব সরকার জানিয়েছেন, নেপাল চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। উচ্ছ্বাস প্রকাশ করে এই নির্মাতা বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘আগন্তুক’ বেশ প্রশংসিত হয়েছে এবং প্রদর্শনীটি হাউসফুল ছিল।
এখানকার দর্শক যে ভিন্নধর্মী ন্যারেটিভের সিনেমা দেখতে আগ্রহী তা বোঝা যাচ্ছে। সিনেমা এবার নেপাল উৎসবে যাচ্ছে, এর আগেও দুটি উৎসবে ঘুরে এসেছে ‘আগন্তুক’। সামনে গোয়াহাটি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও দেখাবে সিনেমাটি। সব মিলিয়ে অনুভূতি দারুণ। ‘আগন্তুক’ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ নাটকের দাপুটে অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
সিনেমাটি নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আগন্তুক’ অত্যন্ত সাহসী একটি প্রযোজনা। খুবই সময়োপযোগী গল্প এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ আরও কয়েকজন।
‘আগন্তুক’ বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটি ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল। পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক এবং বিপ্লব সরকার। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।