নিউইয়র্কের কুইন্স থিয়েটার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় শো টাইম মিউজিক আয়োজক সংস্থার আয়োজনে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠান। এতে অসামান্য অভিনয়ের জন অ্যাওয়ার্ড লাভ করেন মঞ্চ অভিনেত্রী জেরিন কাশফী রুমা। সময় সাংস্কৃতিক গোষ্ঠীর ‘শেষ সংলাপ’ নাটকে মহাতারেমা চরিত্রে অসামান্য অভিনয়ের জন তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের সভাপতিত্বে বিপুলসংখ্যক দেশ-বিদেশের শিল্পীদের উপস্থিতিতে অভিনেত্রী রুমার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন অভিনেতা-মডেল ও গায়ক জিয়াউল ফারুক অপূর্ব। অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন, অভিনয় জীবনে আমার এই অর্জন এক অর্থে সব থিয়েটার কর্মীরই অর্জন। মিডিয়ার সকল শাখার পাশাপাশি থিয়েটার শাখাকে এ রকম অ্যাওয়ার্ড ক্যাটাগরির আয়োজনে অন্তর্ভুক্তি করা, আমাকে মনোনয়ন দেওয়া এবং সম্মানিত জুরি সদস্যদের বিবেচনায় নির্বাচিত করায় আয়োজক সংস্থা পরিবারের সকল সদস্য এবং শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ভাইয়ের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।