ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

১৫০০ কোটির দিকে এগুচ্ছে ‘পুষ্পা ২’

প্রকাশিত: ১৮:৪২, ১৯ জানুয়ারি ২০২৫

১৫০০ কোটির দিকে এগুচ্ছে ‘পুষ্পা ২’

ছবি: সংগৃহীত

৪৫ তম দিনে ১৫০০ কোটির দিকে এগোচ্ছে পুষ্পা ২

পুষ্পা ২ এর বক্স অফিস কালেকশনের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ৪৫তম দিনে সুকুমার পরিচালিত এই সিনেমাটি আয় করেছে ১.১ কোটি রুপি । স্যাকনিলকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তম শনিবার সিনেমাটির হিন্দি ভার্সনে ১৪.৩০% দর্শক উপস্থিতি ছিল। এখন পর্যন্ত পুষ্পা ২: দ্য রুল দেশের বাজারে মোট ১২২৬.৭৫ কোটি  রুপি আয় করেছে।  

বৃহত্তর দর্শকসংখ্যার জন্য পুষ্পা ২: দ্য রুল তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় ও মালয়ালাম ভাষায় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।  

পুষ্পা ২: দ্য রুল ২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পা: দ্য রাইজ এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। এই সিনেমায় আল্লু অর্জুন তার জনপ্রিয় চরিত্র পুষ্পা রাজ হিসেবে ফিরে এসেছেন, আর শ্রীবল্লি চরিত্রে রাশমিকা মান্দান্না পুনরায় অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটিতে ফাহাদ ফাসিল, জগদীশ প্রতাপ বন্দারি, জগপতি বাবু, সুনীল, অনসূয়া ভার্দ্বাজ, রাও রমেশ ও ধনঞ্জয়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।  

শুক্রবার আল্লু অর্জুন পুষ্পা ২: দ্য রুল এর "রিলোডেড ভার্সন" মুক্তির ঘোষণা দিয়েছেন। এই বিশেষ সংস্করণে ২০ মিনিট অতিরিক্ত ফুটেজ যোগ করা হয়েছে। পুষ্পা রাজের আইকনিক অবতারে একটি পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন,  
 
গত বছর ডিসেম্বর মাসে একটি সফলতা উদযাপন অনুষ্ঠানে আল্লু অর্জুন সিনেমাটির বক্স অফিস সাফল্য নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছিলেন। দিল্লিতে আয়োজিত সেই অনুষ্ঠানে তিনি বিনয়ের সঙ্গে বলেন,“সংখ্যাগুলো সাময়িক, কিন্তু মানুষের ভালোবাসা আমি হৃদয়ে লালন করি। আমি সবসময় বলি, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। হয়তো আগামী ২-৩ মাস এই রেকর্ড উপভোগ করব, তবে আশা করি সামনের গ্রীষ্মেই এগুলো অন্য কোনো সিনেমা ভেঙে ফেলবে।” 

সূত্র:- এনডিটিভি

রাসেল

সম্পর্কিত বিষয়:

×