ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

আলিয়ার সঙ্গে অভিনয়ে এলার্জি শাহরুখের, ছেড়ে দেন বিগ বাজেট

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:০১, ১২ জানুয়ারি ২০২৫

আলিয়ার সঙ্গে অভিনয়ে এলার্জি শাহরুখের, ছেড়ে দেন বিগ বাজেট

শাহরুখ খান ও আলিয়া ভাট।

শাহরুখ খান মানেই ব্লকবাস্টার সিনেমা। অন্যদিকে নিঃসন্দেহে বলিউডের বর্তমান প্রজন্মের সব থেকে দক্ষ অভিনেত্রী আলিয়া ভাট। একের পর এক সিনেমায় নিজের জাত চিনিয়ে দিয়েছেন আলিয়া। আর তার সঙ্গেই কিনা বিগ বাজেট কাজের প্রস্তাব নাকচ করে দিলেন বলিউড বাদশা।

বছর চারেক বিরতি নেওয়ার পর শাহরুখ এখন কন্টেন্টের ক্ষেত্রে ভীষণ সচেতন। কিং খান জানিয়ে দিয়েছেন যে, বিরতির চার বছরে তিনি ভালোভাবে দর্শকদের নাড়ির স্পন্দন পরখ করেছেন। দর্শক টানতে মাস ফিল্মের সঙ্গে মজবুত কন্টেন্ট দরকার। অতঃপর যত বিগ বাজেট সিনেমাই হোক না কেন, শাহরুখ যে বর্তমানে কন্টেন্ট এবং সিনেমায় তার চরিত্র নিয়ে বেশ সচেতন। 

সূত্রের খবর, এবার ম্যাডক ফিল্মস এর তরফে তাদের সফল হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘চামুণ্ডা’র প্রস্তাব ফেরালেন শাহরুখ। যে ছবির অন্যতম মুখ্য চরিত্রে আলিয়া ভাট রয়েছেন। কিন্তু কেন এই প্রস্তাব নাকচ করলেন বাদশা?

বলিউড মাধ্যম সূত্রে খবর, পরিচালক অমর কৌশিক এবং প্রযোজক দীনেশ বিজন আলিয়া ভাটের ‘চামুণ্ডা’র প্রস্তাব নিয়ে শাহরুখের কাছে গিয়েছিলেন। কিন্তু চলতি ফ্র্যাঞ্চাইজির অংশ হতে নারাজ বলিউড সুপারস্টার। অতঃপর পত্রপাঠ সেই বিগ বাজেট প্রস্তাব বিদায় করেছেন তিনি। 

শাহরুখ নাকি জানিয়েছেন, একেবারে আনকোরা নতুন কোনও বিষয় থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে। ম্যাডক ফিল্মস এবং অমর কৌশিক জুটির হরর-কমেডি ইউনিভার্স ইতিমধ্যেই সফল। তাই নতুন করে চলতি ফ্র্যাঞ্চাইজিতে পা দিতে নারাজ তিনি। ভবিষ্যতে যদি নতুন কোনও বিষয় নিয়ে তাঁরা সিনেমা করেন, তাহলে চিত্রনাট্য নিয়ে যোগাযোগ করতে পারেন। যেখানে এক্সপ্লোর করার বিষয় থাকবে। তাই সেই প্রজেক্টে আপাতত শাহরুখকে কাস্ট করার ভাবনা ঝেড়ে ফেলে অন্য কোনও তারকার কথা ভাবা শুরু করেছে প্রযোজনা সংস্থা। তবে বাদশার সঙ্গে কাজের আশা ছাড়েনি।

অন্যদিকে, চামুণ্ডার জন্য ম্যাডক ফিল্মসের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য মুখিয়ে রয়েছেন আলিয়া ভাট। আপাতত সেই ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। ২০২৬ সালে রিলিজ করার কথা। লাভ অ্যান্ড ওয়ার-এর পরই এই সাইকোলজিক্যাল সুপারন্যাচরাল থ্রিলার সিনেমার কাজে যোগ দেবেন আলিয়া ভাট। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। শুধু অভিনেত্রী হিসেবে নন, বরং প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। ম্যাডক ফিল্মসের ব্যানারে এবার নতুন কোন চমক উপহার দেবেন, সেটাই দেখার অপেক্ষা।

এম হাসান

×