ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

জন্মদিনে বেপরোয়া নায়িকা ফাতিমা

প্রকাশিত: ১০:৪৪, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:৪৭, ১২ জানুয়ারি ২০২৫

জন্মদিনে বেপরোয়া নায়িকা ফাতিমা

ফাতিমা সানা শেখ।

শিশুশিল্পী থেকে নায়িকা। আমিরের সঙ্গে প্রেমের জল্পনা, বরাবর বেপরোয়া ফাতিমা সানা শেখ। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। 'ইশক', 'চাচি ৪২০', 'ওয়ান টু কা ফোর'-এর মতো সিনেমা রয়েছে তার ঝুলিতে। বড় হয়ে আবার বাঁধিয়েছেন 'দঙ্গল'।

সোশাল মিডিয়াতেও আগুনে রূপে অনুরাগীদের মুগ্ধ করেন ফাতিমা সানা শেখ। তার বোল্ড ছবি মাঝেমধ্যেই আলোচনার শিরোনামে। 

শনিবার (১১ জানুয়ারি) অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ফটোশুটের ঝলক। যেখানে বাথটবে বেপরোয়া মেজাজে দেখা যাচ্ছে তাকে।

শ্রীনগরের মুসলিম পরিবারের সন্তান ফাতিমার মা। নাম রাজ তবস্সুম। অভিনেত্রীর বাবা বিপিন শর্মা আবার জম্মুর হিন্দু পরিবারের ছেলে। ফাতিমা নিজেকে নাস্তিক বলেই দাবি করেন।

নায়িকা হিসেবে বলিউডে কেরিয়ার শুরুর আগে ফাতিমা ফটোগ্রাফিতে হাত পাকিয়েছিলেন। তবে আমির খানের 'দঙ্গল' সিনেমা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছবিতে গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন ৩২ বছরের অভিনেত্রী।

'দঙ্গল'-এর পর আবার আমিরের সঙ্গে 'ঠাগস অফ হিন্দোস্তান' ছবিতে অভিনয় করেন ফাতিমা। আমির ও কিরণ রাওয়ের বিচ্ছেদের ঘোষণার পরই ফাতিমার নাম খবরের শিরোনামে আসে। রটনা, 'দঙ্গল' নায়িকার জন্যই আমিরের ঘর ভেঙেছে।

এম হাসান

×