ভিট চ্যানেল আইয়ের মধ্য দিয়ে অভিনয়ে লামিয়ার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে। সেই সময় ‘হয়তো’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেই বেশ প্রশংসিত হয়েছিলেন লামিয়া। এরপর নায়ক সাইমন সাদিকের সঙ্গে সাইমন তারিকের পরিচালনায় ‘মাটির পরী’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এরই মধ্যে নতুন বছরে তার অভিনীত প্রকাশিত প্রথম নাটক দিয়ে বেশ সাড়া ফেলেছেন লামিয়া। মশিউর রহমানের রচনায় ও শহীদ উন নবীর পরিচালনায় ‘ভাইয়ের বিয়ে’ নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন চাষী আলম। তার বিপরীতেই লামিয়া চরিত্রেই অভিনয় করেছেন লামিয়া। নাটকের ৩৭ মিনিটের মাথায় পর্দায় নিজের চরিত্রে উপস্থিত হন। লামিয়া বলেন, সত্যি বলতে কী ওয়েস্টার্ন আউটফিট লামিয়াস ওয়ার্ল্ড ও এলিগ্যান্স মেকওভার নিয়ে আমি এত বেশি ব্যস্ত থাকি যে অভিনয় করার জন্য আলাদা সময় বের করতে হয় বলে অভিনয়ে আমার উপস্থিতিটা কম। তবে এই অঙ্গনে আমার কিছু প্রিয় পরিচালক আছেন, তাদের সঙ্গে সময়টা সমন্বয় করেই কাজ করার চেষ্টা করি। ‘ভাইয়ের বিয়ে’ নাটকটি প্রচারের পর সত্যিই অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। এরই মধ্যে নাটকটি ইউটিউবে মাত্র কয়েকদিনে ২৮ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ধন্যবাদ পরিচালক শহীদ উন নবীকে আমাকে এমন একটি নাটকে একটি চমৎকার চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। লামিয়া জানান, এরই মধ্য মাইদুল রাকিবের নির্দেশনায় আরও একটি নাটকে অভিনয় করেছেন। যা আগামী ঈদে প্রচার আসবে।