আমিশা প্যাটেল
বলিউডের ‘গদর টু’ সিনেমা ৯০ দশকের মানুষের নস্টালজিক অনুভূতি এনে দেয়। সেই সিনেমার একটি দৃশ্যে শরীরে পানি ঢালায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার ফলে অনেকেই ভেবেছিলেন মারা গেছেন আমিশা প্যাটেল!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘একটি দৃশ্যে আমাকে পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হয়েছিল। আমি পরিচালককে বারবার জিজ্ঞাসা করেছিলাম পানি গরম আছে কিনা। অনিল জি আমাকে বলেছিলেন, পানি গরম থাকবে আমি যেন চিন্তা না করি। কিন্তু যখন শট দিতে গিয়েছিলাম তখন দেখি পানি কনকনে ঠান্ডা।’
আমিশা প্যাটেল বলেন, ‘আমি একটি পাতলা সালোয়ার কামিজ পরেছিলাম। প্রথম যখন আমার ওপর পানি ঢালা হয় তখন আমি রীতিমতো কেঁপে উঠেছিলাম। কারণ পানি বরফের মতো ঠান্ডা ছিল। সেই ঠান্ডা পানি নিয়েই শ্যুট হয়। আর তাতেই আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।’
তিনি বলেন, ‘শ্যুট শেষ হওয়ার পর আমার সহকর্মীরা আমার পা ঘষে দেয় কিন্তু আমার ততক্ষণে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। সবাই অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে তড়িঘড়ি মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় চার ঘণ্টা আমার জ্ঞান ছিল না। সবাই প্রায় ভেবেছিল আমি আর বাঁচব না। ৪ ঘণ্টা পর যখন আমি চোখ মেলে তাকিয়ে ছিলাম তখন দেখি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বুঝতে পারি আমাকে নিয়ে খুব টেনশনে ছিল সকলে। কিন্তু এই চার ঘণ্টায় ঠিক কী হয়েছিল আমার মনে নেই।’
‘গদর টু’ বক্স অফিসে প্রায় ৫০০ কোটির বেশি আয় করেছিল। ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে অন্যতম ছিল এই সিনেমাটি।
এম হাসান