অশ্লীলতা ও নেতিবাচক উপস্থাপনার অভিযোগে ২০২১ সালে ‘মেকআপ’ সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করেছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্মাতা অনন্য মামুন মুক্তির অনুমতি চেয়ে আবেদন করেন।
১৭ ডিসেম্বর, কয়েকটি দৃশ্য বাদ দিয়ে সিনেমাটি ‘ইউ গ্রেড’ সার্টিফিকেট পায়। আজ (১০ জানুয়ারি) এটি দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
সিনেমাটি লাইট-ক্যামেরার আড়ালে শিল্পীদের ব্যক্তিজীবনের লুকানো দিক তুলে ধরেছে। পরিচালক জানান, মেকআপের আড়ালে অনেকেই ব্যক্তিগত সত্য গোপন করেন এবং ক্যারিয়ারের স্বার্থে সংসার জীবনও আড়াল করেন।
তিন বছর আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, পায়েল মুখার্জীসহ আরও অনেকে।
রাজু