ছবি:- সংগৃহীত
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস। এই অভিজাত এলাকাতেই বাস করেন হলিউডের বহু নামী তারকা। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস— একের পর এক তারকার বিলাসবহুল বাড়ি ধ্বংস হয়ে গেছে আগুনে।
এই ভয়াবহ ঘটনার শিকার হলেন বলিউড তারকা নোরা ফতেহিও। নিজের অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে জানিয়েছেন অভিনেত্রী।
এই ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নোরা। তাই অবিলম্বে তাঁকে ও তাঁর সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নোরা সমাজমাধ্যমে এক ভিডিয়োয় বলেছেন, “আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।”
নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।”
রাসেল