ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জনের সাথে প্রেমের গভীরতা জানালেন বিপাশা

প্রকাশিত: ১১:৪৮, ২৪ ডিসেম্বর ২০২৪

জনের সাথে প্রেমের গভীরতা জানালেন বিপাশা

ছবি: সংগৃহীত

বলিউডে রুপের আলোয় আগুন ধরানো অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে একসময়ে প্রেম ছিল বলিউডের বডি বিল্ডার অভিনেতা জন আব্রাহামের। তখন নেট দুনিয়া এবং বলিউডপারা তাদের প্রেমের চর্চায় ছিল মুখরিত। প্রেম চলে গেছিল বিয়ের গুঞ্জন অবধি কিন্তু তখনই বিচ্ছেদের কারণ দর্শিয়ে জন জানিয়েছিলেন, তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না নায়ক। অন্যদিকে বিপাশার ইঙ্গিত ছিল, সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাসই নাকি তাদের মাঝে নেই! জন তাদের বিচ্ছেদকে বন্ধুত্বপূর্ণ বলে বর্ণনা করলেও বিপাশা জানিয়েছিলেন এটা মোটেই বন্ধুত্বপূর্ণ না। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের মানসিক অবস্থার কথা খুলে বলেছিলেন নায়িকা।

বিপাশা বলেন আমি প্রেমের আনন্দ উপভোগ করছিলাম, তখন পর‌্যন্ত আমি একটা রঙিন দুনিয়ায় বাস করতাম। এখন বসে বসে মনে হচ্ছে আমি কতোটা বোকা ছিলাম, ৯ বছরে ভাল ভাল কাজের সুযোগ পেয়েও তা হাতছাড়া করেছি। ওই মানুষটার জন্য পাথরের মতো দাড়িয়ে ছিলাম, আমি ভালবাসতাম তাকে। আমার সম্পর্ককে ভাল রাখার জন্য, আরও বেশি সময় দেয়ার জন্য বহু মানুষের সাথে আমি দেখা পর‌্যন্ত করিনি। 

তিনি আরও বলেন, তার পরেও আমি বুঝতে পারি যার জন্য আমি এতোকিছু ছেড়েছি বা েএতোটা পরিশ্রম করেছিলাম তা রাতারাতি শেষ হয়ে গেছে। আমি একা হয়ে গিয়েছিলাম, চিৎকার করতাম, নিজেকে অসহায় মনে হতো। 

শিহাব

×