ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অল্লু অর্জুনের বাড়িতে হামলা, টম্যাটো ছুঁড়লেন বিক্ষোভকারীরা; নিন্দা মুখ্যমন্ত্রীর

প্রকাশিত: ১০:৪২, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১০:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৪

অল্লু অর্জুনের বাড়িতে হামলা, টম্যাটো ছুঁড়লেন বিক্ষোভকারীরা; নিন্দা মুখ্যমন্ত্রীর

তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেএচ রেবন্ত রেড্ডি। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় অল্লুর বাড়ির সামনে একদল বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, বিক্ষোভকারীরা অল্লুর বাড়ির দিকে টম্যাটো ছুঁড়েন এবং বাড়ির প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তারা বাড়ির সামনে সাজিয়ে রাখা ফুলগাছের টবও ভেঙে দেন। এই হামলার পর মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে।

বিক্ষোভকারীরা দাবি করেছেন যে, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে ভিড়ে পদপিষ্ট হয়ে এক মহিলা মারা যান এবং তার চার বছরের সন্তান কোমায় রয়েছেন। এই ঘটনার প্রতিবাদেই রবিবার অল্লু অর্জুনের বাড়িতে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা নিজেদের পরিচয় দিয়েছেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এবং মৃত মহিলার পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। এরপর, তারা অল্লুর বাড়ির দিকে টম্যাটো ছুঁড়তে শুরু করেন এবং ফুলের টবগুলো ভেঙে দেন।

এ ঘটনার সময় অল্লু অর্জুন বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ওই হামলার নিন্দা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না।’’

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির আট সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ফুলের টব ভেঙে ফেলছেন।

এই হামলার পর মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির প্রতিক্রিয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটানোর জন্য তিনি প্রথম থেকেই অল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিধানসভায় তিনি বলেন, ‘‘অল্লু পুলিশি অনুমতি ছাড়া প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন এবং দুর্ঘটনার পর থিয়েটার ছাড়তে চাননি।’’ পরবর্তীতে, পুলিশকেই বাধ্য হয়ে তাঁকে থিয়েটার থেকে বের করে আনতে হয়।

তেলঙ্গানা পুলিশের ডিজি জিতেন্দ্র জানিয়েছেন, ‘‘অল্লু অর্জুনের বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত রাগ নেই। তবে সিনেমার প্রচারের চেয়ে সাধারণ মানুষের নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ।’’

এই ঘটনার পর শনিবার অল্লু অর্জুন নিজে মুখ খুলে বলেন, ‘‘অনেক ভুল খবর ছড়ানো হচ্ছে। আমি কাউকেই দোষ দিতে চাই না, কিন্তু এটা অত্যন্ত অপমানজনক।’’ মুখ্যমন্ত্রী রেবন্তকেও তিনি সরাসরি জবাব দিয়েছেন।

৪ ডিসেম্বরের ঘটনায় হায়দরাবাদ পুলিশ অল্লু অর্জুনকে গ্রেফতার করেছিল, তবে তেলঙ্গানা হাই কোর্ট থেকে তিনি চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেয়েছেন। তবে গ্রেফতারের সময় তাকে এক রাত জেলে কাটাতে হয়েছিল।

রাসেল

×