মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন অর্জুন, এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু এর আগে ছোটবেলায়ও মানসিক অস্থিরতায় ভুগেছিলেন অর্জুন।
অর্জুন কাপুরের যখন মাত্র ১০ বছর বয়স, সেই সময় তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। শ্রীদেবীর সঙ্গে ওই সময় সম্পর্কে জড়ান বনি কাপুর। শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের সম্পর্কের জেরে মোনা শৌরির সঙ্গে বলিউডের প্রযোজকের বিচ্ছেদ হয়ে যায়। যা অর্জুনের শিশু মনে প্রভাব ফেলে জোরদার।
বাবা-মায়ের বিচ্ছেদের পর অর্জুন নিজেকে প্রথমে সামলাতে পারেননি। সেই বিচ্ছেদের জের প্রকটভাবে তার জীবনে প্রভাব ফেলে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা
অর্জুন জানান, বাবা-মায়ের বিচ্ছেদের জেরে তাঁর উপর মানসিক চাপ পড়ে। ফলে বাবা-ছেলের যে সুসম্পর্ক, তা কোনওদিনই বনি কাপুরের সঙ্গে তাঁর গড়ে ওঠেনি বলে জানান অর্জুন। তাঁর পড়াশোনাতেও বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব পড়ে। অর্জুন ছোট থেকে পড়াশোনায় ভাল ছিলেন বলে জানান। তবে বাবার ওই সিদ্ধান্ত তাঁর মন ভেঙে দিয়েছিল। ফলে পড়াশোনাতেও তিনি নিজেকে গুছিয়ে নিতে পারেননি বলে জানান অভিনেতা। সবকিছু মিলিয়ে অর্জুন কাপুর শ্রীদেবীর সঙ্গে বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি বলেও জানান। তবে বড় হওয়ার পাশাপাশি বাবার সঙ্গে সম্পর্ক ভাল হয় তাঁর।
আর কে