সালমান খান বলিউডের ভাইজান নামে পরিচিত। সালমান খানের সময়টা বর্তমানে ভালো যাচ্ছে না। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় থাকায় একের পর এক হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি। এমনকি তার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির বুলেটপ্রুফ গাড়ি কিনলেও সম্প্রতি তাকে বাবার পুরোনো বাইক ব্যবহার করতে দেখা গেছে, যা অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সাধারণত কঠোর নিরাপত্তার মাঝে দিন কাটান সালমান খান। শুটিং বা ‘বিগবস ১৮’-এর সঞ্চালনার সময়ও নিরাপত্তা তার সঙ্গী থাকে। তবে হঠাৎ এই কড়া নিরাপত্তা ছেড়ে পুরোনো বাইক কেন ব্যবহার করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, সালমান বর্তমানে ‘সিকান্দার’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবির জন্যই বাবার পুরোনো বাইক ব্যবহার করছেন তিনি। সেলিম খানের এই বাইকটি তার জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। সেই স্মৃতিকে সম্মান জানাতে এবং ছবির প্রয়োজনেই সালমান খান এই বাইকটি চালাচ্ছেন। এই সংবেদনশীল সংযোজন ভক্তদের জন্য চমক হতে চলেছে।
রাজু