বলিউ অভিনেত্রী রাধিকা আপ্তে। ২০১২ সালে ব্রিটিশ বেহালাবাদক এবং সুরকার বেনেডিক্ট টেলরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। ২০১১ সালে তাদের দেখা হয়েছিল যখন রাধিকা অভিনয়ের ক্লাসে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন। তবে রাধিকার দাম্পত্য জীবন হামেশাই থেকেছে অন্তরালে।
গত অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটার সময় নিজের বেবি বাম্প জাহির করে সবাইকে চমকে দিয়েছিলেন রাধিকা। অভিনেত্রী চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা সিস্টার মিডনাইটের স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন।
গত সপ্তাহেই মেয়ের জন্মের সুখবর প্রকাশ্যে এনেছিলেন রাধিকা। শুক্রবার অভিনেত্রী তার ছোট্ট সন্তানের প্রথম ঝলক শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি বিছানায় বসে শিশুটিকে স্তন্যপান করাচ্ছেন। রাধিকার সামনে খোলা ল্যাপটপ। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন নায়িকা। নিজের লং ডিসট্যান্স দাম্পত্য নিয়ে খুব বেশি জনসমক্ষে থাকা বলেন না। মেয়ের জন্মের এক সপ্তাহ পর তাকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করে সুখবর জানিয়েছিলেন। এবার এক ম্যাগাজিনের জন্য করা মেটারনিটি ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আনলেন। একইসঙ্গে রাধিকা ভাগ করে নেন প্রেগন্যান্সির জার্নি। শরীরের বাড়তি মেদ, ঘুমহীন রাত কাটানো সহজ ছিল না তার কাছে। একইসঙ্গে উন্মুক্ত বেবি বাম্প প্রদর্শন এবং সি-থ্রু পোশাকে মাতৃত্বকালীন ফটোশ্যুট সেরে রোষের মুখেও পড়লেন ‘দ্য পার্চড রাধিকা’ অভিনেত্রী।
রাধিকা আপ্তে ভোগ ম্যাগাজিনের জন্য উন্মুক্ত বেবি বাম্পে ধরা দিয়েছেন। কখনও মনোক্রম, কখনও রঙিন ছবিতে রাধিকার গ্ল্যামার উপচে পড়েছে। পর্দায় যেমন সাহসী নায়িকা, তেমনই মাতৃত্বকালীন ফটোশ্যুটেও তিনি ‘বোল্ড’ অ্যান্ড ‘বিউটিফুল’। টেনে আঁচড়ানো চুল, হালকা মেকআপ আর সি-থ্রু পোশাকে রাধিকাকে দুর্দান্ত দেখালো।
রাধিকা জানান, ‘সন্তানের জন্ম দেওয়ার এক সপ্তাহ আগে আমি এই ফটোশুট করেছিলাম। সত্যি কথা বলতে কি, সেই সময়টাকে আমি যেভাবে দেখতাম তা মেনে নিতে হিমশিম খেয়েছিলাম। আমি কখনও নিজেকে এত ওজন বাড়া অবস্থায় দেখিনি। আমার শরীর ফুলে গিয়েছিল, আমার পেলভিস (শ্রোণী) অসহ্য ব্যথা ছিল এবং ঘুমের অভাবে সমস্ত কিছুতে আমার দৃষ্টিভঙ্গি কেমন তির্যক হয়ে উঠেছিল। এখন মাতৃত্বের দুই সপ্তাহও হয়নি, আমার শরীর আবার অন্যরকম দেখাচ্ছে।’
তিনি আরও যোগ করেছেন যে এখন তিনি নতুন মা হিসাবে নতুন ‘চ্যালেঞ্জ এবং নতুন আবিষ্কার’ এর সাথে খাপ খাইয়ে নিচ্ছেন। রাধিকার কথায়, ‘একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি এই ছবিগুলি অনেক সদয় চোখে দেখি এবং নিজের প্রতি এত কঠোর হওয়ার জন্য খারাপ লাগে। এখন, আমি এই পরিবর্তনগুলির মধ্যে কেবল সৌন্দর্য দেখতে পাচ্ছি এবং আমি জানি যে আমি এই ফটোগুলি চিরকাল লালন করব’।
রাধিকার মাতৃত্বাকালীন ফটোশ্যুট দেখে অনেকে যেমন ভালোবাসা জানিয়েছেন, তেমন নেটপাড়ার একাংশ কটাক্ষ করেন নায়িকাকে। একজন লেখেন, ‘এইরকম শরীর দেখানোর কী অর্থ? প্রেগন্যান্সির সঙ্গে এর কী সম্পর্ক আছে?’ আরেকজন লেখেন, ‘তুমি প্রথম নারী নও যে সন্তানের জন্ম দিয়েছো, এই ফটোশ্যুটের সঙ্গে নগ্নতার ফারাক নেই’। ট্রোলের পালটা জবাব দেননি রাধিকা। সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত লন্ডনে স্বামীর সঙ্গে থাকবেন। তারপরে ভারতে ফিরে কাজে যোগ দেবেন।
মোহাম্মদ আলী